Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, জুলাই ৩, ২০২৪

‘প্রিয়তমা’ ও ‘তুফান’ নিয়ে সাবিলার আফসোস

অভিনেত্রী সাবিলা নূর | ছবি: ফেসবুক

ছোট পর্দার পরিচিত মুখ সাবিলা নূর। ১০ বছরের দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে তার রয়েছে নানান গল্প। সম্প্রতি একটি সাক্ষাৎকারে ক্যারিয়ারের সবচেয়ে বড় আফসোসের কথা জানাতে গিয়ে এই অভিনেত্রী বলেন শাকিব খান অভিনীত আলোচিত দুই সিনেমা ‘প্রিয়তমা’ ও ‘তুফান’ সিনেমায় অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তিনি!

এতদিন অভিনয়ে রয়েছেন তবে বড় পর্দায় কবে সাবিলাকে দেখবেন দর্শক? -এমন প্রশ্নের জবাবে নিজের সবচেয়ে বড় আফসোসের কথা জানিয়েছেন অভিনেত্রী বলেন, ‘সত্যি বলতে আমার কাছে দুটি দারুণ সিনেমায় কাজের অফার এসেছিল। কিন্তু কিছু কারণবসত আমি সেই প্রস্তাবে ‘না’ বলে দিয়েছিলাম। যদি সেই দুই সিনেমায় তখন আমার সম্মতি থাকলে আজ ‘শাকিব খানের নায়িকা’ -হবার তকমাতা পেতে পারতাম। আমায় হয়তো দেখা যেত ভারতের ইধিকা পাল, মিমি চক্রবর্তী কিংবা বাংলাদেশের নাবিলাদের কারও জায়গায়। কিন্তু তা তো আর বাস্তবে হয়নি।’

সাবিলা আরও যোগ করেন, ‘আসলে আমি বলব, ‘প্রিয়তমা’ ও ‘তুফান’ সিনেমায় কাজ না করা যে বোকামি ছিল, এখন তা বুঝতে পারছি। কারণ ‘প্রিয়তমা’ ব্লকবাস্টার ছিল, ‘তুফান’ তো এখন তুফান বইয়ে দিচ্ছে সিনেমাহলে। সেই সঙ্গে রায়হান রাফির কাজ, রাফি ভাইয়ের কাজে সব সময় একটা ডিফারেন্ট ডাইমেনশন থাকে। সবচেয়ে বড় কথা, সুপারস্টার শাকিব খান ।’ 

কেন বড় পর্দায় কাজের সুযোগকে ‘না’ করে দিয়েছিলেন সেই উত্তরে অভিনেত্রী বলেন, ‘এক হচ্ছে ‘প্রিয়তমা’র সময় আমার টাইমিংয়ের একটা সমস্যা ছিল, সেই কারণে আমি আসলে করতে পারিনি। ‘তুফান’–এরটা নিয়ে বেশি কিছু বলতে চাই না। ‘তুফান’ এখন এত এত ভালো সাড়া পাচ্ছে, আমি আসলে বলবো, এইখানে কাজ না করতে পারাটা আমারই লস ছিল। করতে পারলে আমার ক্যারিয়ারের জন্য দারুণ কিছু হতো। আমার মনে হয়, ভবিষ্যৎ নিয়ে ভাবব এখন।’

প্রসঙ্গত, ২০২৩ সালে ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত নির্মাতা হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’ সিনেমায় প্রথমবার জুটি বেধেছিলেন শাকিব খান ও ওপার বাংলার ইধিকা পাল। সেই বছরের সবচেয়ে ব্যবসা সফল সিনেমা ছিল এটি। পাশাপাশি চলতি বছরের কোরবানির ঈদে মুক্তিপ্রাপ্ত ‘তুফান’ রীতিমত তাণ্ডব চালাচ্ছে দেশ ও দেশের বাইরের প্রেক্ষাগৃহ গুলোতে।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

‘নাম নেই’- অভিযোগ সঙ্গীত প্রযোজক আমজাদের 

মেঘদল ব্যান্ডের অন্যতম সদস্য আমজাদ হোসেন গুরুতর অভিযোগ এনেছেন অপর সঙ্গীত পরিচালকের বিরুদ্ধে। ‘ক্রেডিট চুরি বলা…

চায়না বেগমের বাড়ি ভা’ঙ’চুর ও হ’ত্যার হু’মকির প্রতিবাদে শিল্পীদের বিবৃতি 

২৬ জুন লালন অনুসারী চায়না বেগমের বাড়ি ভা’ঙ’চুর ও হ’ত্যার হু’মকির প্রতিবাদে ও বাংলাদেশের বাউলশিল্পীদের সুরক্ষার…
Exit mobile version