‘প্রিন্স’ সিনেমায় রেকর্ড পারিশ্রমিক নিচ্ছেন শাকিব খান
বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে ঢালিউড সুপারস্টার শাকিব খান। নতুন সিনেমা ‘প্রিন্সঃ ওয়ান্স আপন অ্যা টাইম’–এর আনুষ্ঠানিক ঘোষণা আসার পর সম্প্রতি প্রকাশিত হয়েছে ছবিটির ফার্স্টলুক। আর সেই সঙ্গে আলোচনার শীর্ষে উঠে এসেছে শাকিব খানের পারিশ্রমিক। ‘প্রিন্স’ সিনেমায় রেকর্ড পারিশ্রমিক নিচ্ছেন শাকিব খান । আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে এই মেগা প্রজেক্ট। ফার্স্টলুক পোস্টার ইতিমধ্যেই আলোচনার জন্ম দিয়েছে।
৩ কোটি টাকার পারিশ্রমিক – নতুন রেকর্ড
সামাজিক যোগাযোগমাধ্যমে জোর গুঞ্জন চলছে, আসন্ন ঈদুল ফিতরে মুক্তির লক্ষ্যে নির্মিত এই ছবির জন্য শাকিব খান পারিশ্রমিক নিয়েছেন ৩ কোটি টাকা। দুই বাংলার সিনেমা ইন্ডাস্ট্রিতে এত বিপুল অঙ্কের পারিশ্রমিক এ পর্যন্ত আর কোনো নায়ক পাননি।
‘প্রিন্স’–এর প্রযোজক শিরিন সুলতানা (ক্রীয়েটিভ ল্যান্ড) গণমাধ্যমকে বলেন:
“এটা শাকিব খানের প্রাপ্য। তিনি যা ডিজার্ভ করেন সেটাই তাঁকে দেওয়া হয়েছে। আগের ছবিগুলোর তুলনায় বেশি পারিশ্রমিক নেওয়া স্বাভাবিক।”
তিনি আরও জানান, শাকিবের প্রতি তাঁর আস্থা তৈরি হয় সাম্প্রতিক ছবিগুলো দেখার পর। নতুন চরিত্রে মানিয়ে নেওয়ার দক্ষতা এবং নিষ্ঠার কারণেই তিনি আজকের অবস্থানে পৌঁছেছেন।
মনোযোগী অভিনেতা হিসেবে শাকিব
শিরিন সুলতানা বলেন,
“যখন আমরা তাকে ‘প্রিন্স’ ছবির গল্প শোনাই, তিনি এক মনোযোগে ৪৫ মিনিট ধরে পুরো গল্প শোনেন। মনে হচ্ছিল গল্পটা তাঁর মুখস্ত। এটাই তাঁর দীর্ঘদিনের সাধনার ফল।”
ফার্স্টলুক – নতুন অধ্যায়ের ইঙ্গিত
শুক্রবার মুক্তি পাওয়া ফার্স্টলুক পোস্টার ইতিমধ্যেই ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। পোস্টারে দেখা যায়, একদল অস্ত্রধারী মানুষের মাঝখানে দু’হাতে পিস্তল উঁচিয়ে ভিন্ন ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন শাকিব খান।
স্লোগানও বেশ চমকপ্রদ—
“ঘোষণা হলো এক নতুন অধ্যায়ের— শহর চিনবে তার আসল নায়ককে।”
নির্মাণ ও পরিচালনা
‘প্রিন্স’–এর মাধ্যমে ক্রীয়েটিভ ল্যান্ড প্রথমবারের মতো চলচ্চিত্র প্রযোজনায় নামছে। ছবিটি পরিচালনা করবেন আবু হায়াত মাহমুদ। নাটক ও ডকুমেন্টারি নির্মাণে সুপরিচিত এই নির্মাতার এটি হতে যাচ্ছে প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।
কেন এই সিনেমা গুরুত্বপূর্ণ?
- শাকিব খানের ক্যারিয়ারের সর্বোচ্চ পারিশ্রমিক
- নতুন প্রযোজনা সংস্থা ও নতুন পরিচালককে নিয়ে বড় বাজেটের প্রজেক্ট
- ঈদুল ফিতরে মুক্তির পরিকল্পনা থাকায় বক্স অফিসে বড় চমক আনার সম্ভাবনা
বাংলাদেশি সিনেমার বাজারে যখন নতুন গল্প ও উপস্থাপনার প্রয়োজন, তখন ‘প্রিন্সঃ ওয়ান্স আপন অ্যা টাইম’ হতে পারে শিল্পের জন্য এক গুরুত্বপূর্ণ মাইলফলক।