প্রিন্স মাহমুদ এমন একটি নাম যে নামটি শুনলেই মনে পড়ে যায় হৃদয় তোলপাড় করা অসাধারণ সব গানের কথা। সম্প্রতি মুক্তি পেয়েছে শাকিব খানের ছবি ‘প্রিয়তমা’। এই ছবিতে প্রিন্স মাহমুদের সুর ও সংগীতে ‘ঈশ্বর’ গানটি তুমুল জনপ্রিয়তা পেয়েছে। এর মাধ্যমে ৯০ দশকের এই জনপ্রিয় গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক যেন নতুন করে ফিরে এসেছেন সংগীতপ্রেমীদের মাঝে। ১৯৯৫ সালে ‘শক্তি’ অ্যালবামের মধ্য দিয়ে মিশ্র শিল্পীদের গানের অ্যালবাম প্রকাশ করেন তিনি। অ্যালবামটি পায় জনপ্রিয়তা। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। মাঝখানে কিছুটা বিরতি নিয়ে টানা তিন দশক ধরে তিনি উপহার দিয়ে আসছেন অসংখ্য সব জনপ্রিয় গান।
প্রেম , বিরহ, ক্ষোভ, স্মৃতিচারণ, শুভ কামনা, দেশাত্মবোধ থেকে শুরু করে মা ও বাবার মতো প্রতিটা মানুষের প্রিয় মানুষ নিয়েও গান উপহার দিয়ে গেছেন প্রিন্স মাহমুদ। আজও বাংলা গানে কাউকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গেলে প্রথমেই মনে পড়ে তার লেখা ও সুর করা ‘আজ জন্মদিন তোমার ‘গানটি।
১৭ জুলাই প্রিন্স মাহমুদের জন্মদিন। চিত্রালী টিমের পক্ষ থেকে এই সংগীতশিল্পীকে জন্মদিনের শুভেচ্ছা।
প্রিন্স মাহমুদ তার কালজয়ী সব গান দিয়ে দর্শক হৃদয়ে বেঁচে থাকবেন হাজার বছর।