মার্কিন সংগীতশিল্পী আরিয়ানা গ্রান্ডের ‘পপুলার’ গানটি খালি গলায় কভার করে প্রশংসায় ভাসছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ।
১৫ জানুয়ারি, বুধবার নিজের ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দিবাগত রাতে ১ মিনিট ২১ সেকেন্ডের একটি ভিডিওক্লিপ শেয়ার করেন অভিনেত্রী ফারিণ। যেখানে ‘পপুলার’ গানটির কভার করতে দেখা যায় তাকে। সাধারণত বাংলায় গাইতে শোনা গেলেও এই প্রথম প্রকাশ্যে ইংরেজিতে গান গাইতে দেখা গেল অভিনেত্রীকে।
অভিনেত্রীর এই কভারের প্রশংসা করছে দর্শক। পেশাগত গায়িকা না হয়েও এত সুন্দর সুর ও সাবলীল ইংরেজী উচ্চারণের জন্য বাহবা পাচ্ছেন ফারিণ।
তাসনিয়া ফারিণের শেয়ার করা ভিডিওর কমেন্ট বক্সে কেউ কেউ বলেছেন, অভিনয়-গান দুটোই সমানতালে চালিয়ে নিতে পারেন তাসনিয়া ফারিণ। কারো মতে, অভিনয়ের পাশাপাশি চাইলে গানও মুক্তি দিতে পারেন অভিনেত্রী। এর আগে তাহসানের সঙ্গেও ডুয়েট করতে দেখা গেছে তাসনিয়া ফারিণকে। ইত্যাদির মতো জনপ্রিয় অনুষ্ঠানে একসঙ্গে গান গাইতে দেখা গেছে দু’জনকে।