সরকারি অনুদান পাবার পরেও বাজেটের কারণে প্রযোজক খুঁজছেন পরিচালক নুরুল আলম আতিক।
কিংবদন্তী চিত্রশিল্পী এসএম সুলতানের উপর নির্মিতব্য এই সিনেমাটি নিয়ে দীর্ঘদিন ধরেই কাজ করছেন পরিচালক ও তার টিম। সম্প্রতি তার বন্ধুমহল থেকে সামাজিক মাধ্যমে প্রযোজক চেয়ে পোস্ট ঘুরে বেড়াচ্ছে। অপর পরিচালক খিজির হায়াৎ লিখেছেন, ‘সরকারের কাছ থেকে ৬৫ হাজার টাকা পেয়েছেন অনুদান। নুরুল আলম আতিকের প্রয়োজন দুই কোটি। ‘
অভিনেতা ইমতিয়াজ বর্ষণও শেয়ার করেছেন একই ধরণের মতামত। সকলেই উন্মুক্তভাবেই সিনেমায় বিনিয়োগ করার জন্য আহ্বান জানাচ্ছেন।
২০০০ সালের কিত্তনখোলা চলচ্চিত্রের জন্য ২০০৩ সালে তিনি শ্রেষ্ঠ চিত্রনাট্যকার বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন যা পরিচালনা করেছিলেন আবু সাইয়েদ। তাঁর পরিচালিত মুক্তিযুদ্ধ ভিত্তিক লাল মোরগের ঝুটি চলচ্চিত্রটি শ্রেষ্ঠ চলচ্চিত্র ও শ্রেষ্ঠ চিত্রনাট্যকারশাখাসহ মোট ৪টি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে। এছাড়াও তিনি তার প্রথম চলচ্চিত্র চতুর্থ মাত্রা ও সাইকেলের ডানা সিনেমার জন্য ছয় বার বিভিন্ন বিভাগে মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার জিতেছেন।
তার সাম্প্রতিক চলচ্চিত্র পেয়ারার সুবাস ৪৫তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অফিসিয়াল সিলেকশন পেয়েছিল ২০২৪ সালে তার নির্মিত ‘পেয়ারার সুবাস’ বাংলাদেশে সিনেমা হলেমুক্তি পায়। পরে দেশীয় ওটিটি চরকিতে মুক্তি পেয়েছে। এই সিনেমার প্রিমিয়ারের দিন অভিনয় শিল্পী আহমেদ রুবেল হৃদরোগে আক্রান্ত হয়ে মা’রা যান।