দীর্ঘদিন থেকে ক্যানসারের সঙ্গে লড়াই করার পর মৃ’ত্যুর কাছে হার মানলেন ‘মাদার ইন্ডিয়া’ খ্যাত অভিনেতা সাজিদ খান। মৃ’ত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
সাজিদের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার ছেলে সমীর। তিনি পিটিআইকে জানান, “বেশ কয়েক বছর ধরে উনি ক্যানসারে ভুগছিলেন। শুক্রবারে (২২ ডিসেম্বর) তিনি মারা যান।”
‘মাদার ইন্ডিয়া’ সিনেমায় সাজিদকে দেখা গিয়েছিল সুনীল দত্তের ছোটবেলার ভূমিকায় অভিনয় করতে। এরপর তিনি অভিনয় করেছিলেন ‘মাদার ইন্ডিয়া’ সিনেমার পরিচালক মেহবুব খানের আরেকটি ছবি ‘সন অব ইন্ডিয়া’-তে। এই সিনেমায় তিনি ছিলেন মুখ্য ভূমিকায়। পরবর্তীকালে সাজিদ খ্যাতি অর্জন করেন ‘মায়া’-র মাধ্যমে।
বিভিন্ন চলচ্চিত্র ছাড়াও সাজিদকে দেখা গেছে জনপ্রিয় আমেরিকান টিভি শো ‘দ্য বিগ ভ্যালি’-তে। তাছাড়া তিনি ‘ইটস হ্যাপেনিং শো’য়ের অতিথি বিচারক হিসেবে কাজ করেছেন।
ভারতের পাশাপাশি ‘মায়া’-র এই অভিনেতা ফিলিপিনেও অনেক জনপ্রিয়। ফিলিপিনের একাধিক ছবিতে কাজ করার অভিজ্ঞতা আছে তার। সেখানে সাজিদের উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘দ্য সিঙ্গিং ফিলিপিনা’, ‘মাই ফানি গার্ল’, ‘দ্য প্রিন্স’ ইত্যাদি।