টানা ৪২ দিন ভেন্টিলেশনে থেকে ২২ মার্চ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওপারবাংলার অভিনেতা পার্থসারথি দেব। অভিনেতার মৃ’ত্যু’র বিষয়টি নিশ্চিত করেছে পশ্চিম বাংলার আর্টিস্ট ফোরাম। মৃ’ত্যু’কালে তার বয়স হয়েছিল মাত্র ৬৮ বছর।
২৩ মার্চ সকালে পার্থসারথি দেবের প্র’য়া’ণে ফোরাম গভীর শোক প্রকাশ করে এক বিবৃতিতে পশ্চিম বাংলার আর্টিস্ট ফোরাম জানিয়েছে, ‘২২ মার্চ রাত ১১টা ৫০ মিনিটে মৃ’ত্যু হয় অভিনেতা পার্থসারথি দেবের। আজ ২৩ মার্চ টেকনিশিয়ানস স্টুডিওতে দুপুর ১২টার পর অভিনেতার নশ্বর দেহ রাখা থাকবে। অভিনেতার প্রিয়জন, সতীর্থ, গুণগ্রাহীরা সে সময় স্টুডিওতে এসে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন।‘
উল্লেখ্য, ফুসফুসে সংক্রামণ নিয়ে সংকটজনক অবস্থায় গত ৯ ফেব্রুয়ারি থেকে কলকাতার একটি হাসপাতালে ভেন্টিলেশনে ছিলেন পার্থসারথি দেব। তবে শেষ রক্ষা হলো না। না ফেরার দেশে পাড়ি জমালেন কাকাবাবু হেরে গেলেন’, ‘লাঠি’, ‘প্রেম আমার’–সহ একাধিক জনপ্রিয় বাংলা ছবিতে দেখা দেওয়া পার্থসারথি।