প্রকাশিত হতে যাচ্ছে অকাল প্রয়াত গীতিকবি রাজীব আশরাফের লেখা অপ্রকাশিত একটি গান। যা ব্যবহৃত হবে রহিমা আফরোজ মুন্নি পরিচালিত ‘মুক্ত কারাগার’ সিনেমায়।
রাজীবের লেখা গানটির নাম- ‘আগাছার ফুল’। এতে কণ্ঠ দেবেন আহমেদ হাসান সানি।
‘মুক্ত কারাগার’ সিনেমার নির্বাহী প্রযোজক মাহমুদ দিদার নিশ্চিত করে জানিয়েছেন, কিছুদিনের মধ্যেই শুরু হবে গানের রেকর্ডিং। এছাড়া জানা গেছে, প্রায় চার বছর আগে যখন প্রস্তুতি নেওয়া হচ্ছিলো ছবিটি তৈরির জন্য, তখন রাজীব তিনটি গান দিয়েছিলেন। সেই তিনটি গান থেকেই একটি হলো ‘আগাছার ফুল’।
ইতিমধ্যে শেষ হয়েছে ‘মুক্ত কারাগার’ ছবির শুটিং। সম্পাদনার কাজও প্রায় শেষ পর্যায়ে। ২০২৪ সালের পহেলা ফাল্গুনে মুক্তি পাওয়ার পরিকল্পনা রয়েছে সিনেমাটির।
উল্লেখ্য যে, রাজীব আশরাফ বিশেষ ভাবে পরিচিত সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণবের ‘ওয়ার্ড স্মিথ’, অর্থাৎ গীতিকার হিসেবে। অর্ণবের গাওয়া ‘হোক কলরব’ গানের কারণে জনপ্রিয়তা লাভ করেন তিনি। ‘হোক কলরব’ ছাড়াও তার লেখা উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে ‘রোদ বলেছে হবে’, ‘একটা মেয়ে’, ‘নাম ছিল না’, ‘প্রকৃত জল’, ‘বোকা চাঁদ’ ইত্যাদি।
চলতি বছরের ১ সেপ্টেম্বর গুণী এই গীতিকার পৃথিবীকে চিরবিদায় জানান। কিন্তু চলে গিয়েও রাজীব আবারও ফিরে আসছেন তার গানের মাধ্যমে।