অবশেষে দীর্ঘদিন সেন্সর বোর্ডে আটকা থাকার পর ছাড়পত্র পেল প্রয়াত অভিনেতা মাসুম আজিজ অভিনীত শেষ সিনেমা ‘মধ্যবিত্ত’।
ছাড়পত্র পাওয়ার সুখবরটি গণমাধ্যমকে নিশ্চিত করে ‘মধ্যবিত্ত’ সিনেমার পরিচালক তানভীর হাসান বলেছেন, ‘আমার জানামতে এটিই মাসুম আজিজ ভাইয়ের অভিনয় করা সম্পূর্ণ এবং শেষ ছবি। এটির পরই তিনি অসুস্থ হয়ে পড়েন। আর কোনো ছবির শুটিং করতে পারেননি। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাকে। বলতে পারেন, মধ্যবিত্তের গল্পটি তাকে ঘিরেই।’
উল্লেখ্য, মাসুম আজিজ ছিলেন একাধারে অভিনয়শিল্পী, চিত্রনাট্যকার ও নাট্যনির্মাতা তিনি হুমায়ূন আহমেদের ‘উড়ে যায় বকপক্ষী’, সালাউদ্দিন লাভলুর ‘তিন গ্যাদা’সহ অসংখ্য টিভি নাটকে অভিনয় করেছেন। ২০০৬ সালে ‘ঘানি’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব-অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন মাসুম আজিজ।