Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ৩০, ২০২৫

প্রয়াত পোপ ফ্রান্সিসের ধর্মগুরু হবার গল্প নিয়ে সিনেমা

গত ২১ এপ্রিল সেরিব্রাল স্ট্রোক এবং হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন খ্রিষ্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। ভ্যাটিকানের চিকিৎসক আন্দ্রেয়া আর্কাঞ্জেলি এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার ইস্টারে ৮৮ বছর বয়সে ভ্যাটিকানের কাসা সান্তা মার্তায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পোপ ফ্রান্সিসের আসল নাম জর্জ মারিও বেরগোগলিও। জন্ম আর্জেন্টিনার বুয়েন্স এইরেসে, ১৯৩৬ সালের ১৭ ডিসেম্বর।

পোপ ফ্রান্সিস ছিলেন প্রথম পোপ যিনি সোসাইটি অফ জেসাস (জেসুইটস) এর সদস্য। পোপ ফ্রান্সিস ২৬৬তম পোপ এবং গ্রেগরি তৃতীয়ের পর প্রথম অইউরোপীয় ও ল্যাটিন আমেরিকান পোপ। গ্রেগরি তৃতীয়ের জন্মস্থান বর্তমান সিরিয়ায়। পোপ হিসেবে তিনি নির্বাচিত হয়েছিলেন ৭৩১ সালে। তারপরে পোপ ফ্রান্সিস তথা জর্জ মারিও বেরগোগলিও হয়েছিলেন প্রথম অইউরোপীয় পোপ। কিন্তু কিভাবে একজন অইউরোপীয় লোক হয়ে উঠেন ভ্যাটিকানের প্রধান ধর্মগুরু?  

সেই কাহিনী নিয়েই ‘সিটি অফ গড’ এবং ‘দ্য কনস্ট্যান্ট গার্ডেনার’-এর পরিচালক ফার্নান্দো মেইরেলস বানিয়েছেন ‘’দ্য টু পোপস’ সিনেমাটি। সিনেমাটি লিখেছেন অ্যান্থনি ম্যাককার্টেন। পোপ ষোড়শ বেনেডিক্টের চরিত্রে অভিনয় করেছেন অ্যান্থনি হপকিন্স। জর্জ মারিও বেরগোগলিও তথা পোপ ফ্রান্সিস চরিত্রে অভিনয় করেছেন জোনাথন প্রাইস। সিনেমাটি ৩১শে আগস্ট, ২০১৯ সালে টেলুরাইড চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়।  

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সিদ্দিকের উপর হওয়া গণহামলায় ক্ষুব্ধ শিল্পী সংঘের সভাপতি

অভিনেতা সিদ্দিকের ওপর হামলা করে তারপর থানায় সোপর্দের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনয়শিল্পী এবং সদ্য…

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ করা হয়েছে। এ সময় সিদ্দিকের গায়ের পরনের কাপড়…
0
Share