১৮ অক্টোবর আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে আয়োজন করা হয় দোয়া মাহফিল ও মিলনমেলার। এবির চলে যাওয়ার পর থেকে প্রতি বছরই এই আয়োজনটি করে আসছেন চট্টগ্রাম মিউজিশিয়ান’স ক্লাব। ২০২৩ সালেও এর ব্যতিক্রম ঘটেনি। এবারের আয়োজনেই প্রথমবারের মত বাচ্চুর স্ত্রী ফেরদৌস আক্তার চন্দনা উপস্থিত হয়েছিলেন।
২০১৮ সালের ১৮ অক্টোবর একেবারেই আচমকা পৃথিবীকে চিরবিদায় জানান বাংলাদেশের এই গিটার গড।