নতুন বাংলাদেশের অন্য সবার মত এবার নিজের মতামত জানিয়েছেন ছোটপর্দার অভিনেতা ফারহান আহমেদ জোভান। প্রবাসী রেমিট্যান্স–যোদ্ধাদের নিয়ে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে করা এক পোস্টে নজর কেড়েছেন ‘রূপান্তর’ নাটকের এই অভিনেতা।
১ সেপ্টেম্বর নিজের ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জোভান লিখেছেন, ‘প্রবাসী রেমিট্যান্স–যোদ্ধারা যখন বিমানবন্দরে আসবেন, তাদের স্যার বলে সম্বোধন করতে হবে। বিমানবন্দরে একজন সচিব যে সম্মান পান, তার মতো সম্মান দিতে হবে প্রবাসী রেমিট্যান্স–যোদ্ধাদের।’
প্রবাসীদের প্রতি বিমানবন্দর কর্মকর্তাদের আচরণ কেমন হওয়া উচিত, তা নিয়ে এরই মধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও তার দেওয়া বক্তব্যে বিমানবন্দরে প্রবাসীদের সেবার বিষয়ে নির্দেশনামূলক কথা বলেছেন।
অভিনেতার এই পোস্টে বেশির ভাগই ছিল ইতিবাচক কমেন্ট। কেউ কেউ বলেছেন, প্রবাসীদের যেন ভিআইপি কার্ড প্রদান করা হয়। যাতে করে তারা দেশে ফিরলে বিমানবন্দরে কোনো হয়রানির মুখে না পড়েন।
তবে আবার কারো মন্তব্য, স্যার না সম্বোধন করে তাদেরকে প্রাপ্য সম্মানটুকু দিলেই হবে। কোনো বিড়ম্বনার শিকার যেন না হতে হয়, সেটা নিশ্চিত করতে হবে।