অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী একটি বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে। এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার খবরটি নিশ্চিত করেছেন সংস্কৃতি সচিব আতাউর রহমান।
ফারুকী ও ড. মুহাম্মদ ইউনূসের সাক্ষাৎ হয়েছে ১৮ নভেম্বর। এই দিন প্রধান উপদেষ্টাকে নিজের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং শিল্প ও সংস্কৃতিতে কীভাবে গতি আনা যায়, সেই সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন ফারুকী। এ সময় প্রধান উপদেষ্টা নতুন সংস্কৃতি উপদেষ্টাকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি তার পরিকল্পনাকে সমর্থন করেছেন বলেও জানা গেছে।
এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ফারুকীর উপদেষ্টা পদ ছাড়ার গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। তবে প্রধান উপদেষ্টার সাথে তার বৈঠকের পর এসব গুঞ্জন আর ডানা মেলতে পারলো না।
এদিকে সম্প্রতি ফেসবুকে একটি সেলফি পোস্ট করেছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সেলফিটিতে শফিকুলের সাথে ছিলেন ফারুকী এবং তার স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। পোস্টের ক্যাপশনে বলা হয়, ‘আমাদের সংস্কৃতি বিষয়ক নতুন উপদেষ্টা ফারুকী। আগামীকাল তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে তার নতুন ভূমিকা নিয়ে আলোচনা করবেন।’
প্রসঙ্গত, মোস্তফা সরয়ার ফারুকী ২০২৪ সালের ১০ নভেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন। এরপর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পান তিনি। নতুন পদে ফারুকীর নিয়োগ পাওয়ার পর এই প্রথম প্রধান উপদেষ্টার সঙ্গে তার বৈঠক অনুষ্ঠিত হয়েছে।