বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম আয়োজন করছে ‘সমকালীন স্বাধীন চলচ্চিত্র প্রদর্শনী’। এই আয়োজনে দেখানো হবে বাংলাদেশের প্রথম নারী চলচ্চিত্র নির্মাতা রেবেকাকে নিয়ে নির্মিত প্রামাণ্য চলচ্চিত্র। থাকছে পরিচালকের সাথে দেখা করার সুযোগও।
প্রামাণ্য চলচ্চিত্রটির নাম- ‘বিন্দু থেকে বৃত্ত: একজন বকুলের আখ্যান’। এটি পরিচালনা করেছেন মেহজাদ গালিব।
৩১ মে সন্ধ্যা ৬টায় বাংলাদেশ চলচ্চিত্র কেন্দ্রে প্রদর্শিত হবে চলচ্চিত্রটি। ভেন্যু- রাজধানীর শাহবাগে অবস্থিত আজিজ মার্কেটের ৩য় তলা। এদিন চলচ্চিত্র প্রদর্শনীর পর সন্ধ্যা সাড়ে ৬টায় থাকছে ‘মিট দা ডিরেক্টর’ সেশন।
ভারতীয় উপমহাদেশে নারী চলচ্চিত্র নির্মাতাদের সংখ্যা হাতে গোনা হলেও সময়ের সঙ্গে সঙ্গে নারীরাও চলচ্চিত্র নির্মাণের সঙ্গে যুক্ত হয়েছেন। নির্মাণ করেছেন একের পর এক সেরা চলচ্চিত্র। রক্ষণশীল সমাজব্যবস্থার সব বাধা অতিক্রম করে ঢাকাই সিনেমায় প্রথম নারী চলচ্চিত্র নির্মাতা হিসেবে ইতিহাসের পাতায় নাম লেখান রেবেকা। তার নির্মিত সিনেমার নাম ‘বিন্দু থেকে বৃত্ত’।
১৯৭০ সালে একজন নারী হিসেবে সিনেমা নির্মাণ করেত তৎকালীন অবিভক্ত পাকিস্তানে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। আর তাকে নিয়েই মেহজাদ নির্মাণ করেছেন প্রামাণ্য চলচ্চিত্র ‘বিন্দু থেকে বৃত্ত: একজন বকুলের আখ্যান’।