১৩ মে প্রকাশ্যে এসেছে নির্মাতা কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি ’অযোগ্য’ সিনেমার প্রথম গান ‘তুই আমার হোবি না’। মুক্তির একদিনেই বানান ভুল নিয়ে চরম তোপের মুখে পড়েছে গানটি।
রণজয় ভট্টাচার্যের সুরে শ্রেয়া ঘোষালের গাওয়া ‘তুই আমার হোবি না’ গানটি ভক্তদের মন জয় করে নিলেও এক পক্ষের দাবি এ গানের ‘হোবি’ বানানটি ভুল ব্যবহার করা হয়েছে। এই নিয়ে চলছে নানান তর্ক-বিতর্ক।
এই প্রসঙ্গে নির্মাতা নিজের সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘রণজয় চেয়েছিলো গানের নামটা ‘পর্নমোচী দিন’ হোক, আমি জেদ ধরে নাম রাখলাম ‘তুই আমার হোবি না’। রণজয় সহমত না হয়েও মেনে নিয়েছিলো আমার ভরসায়। ‘হবি না’-র বানান করা হলো উচ্চরণ অনুযায়ী, আর hobby-র বাংলা বানান ‘হবি’ থেকে আলাদা করার জন্য। যেমন ভালবাসা বানান ভালোবাসাও হয়, তেমনি। না-পাওয়া ভালোবাসার এই গানের সহজ নাম তাই হল, ‘তুই আমার হোবি না’ ! শুনুন ও শোনান।’
গীতিকার রণজয়ও নির্মাতার সেই পোস্ট শেয়ার করে লিখেছেন, ’যারা ‘হোবি’ নাকি ‘হবি’ কোনটা হওয়া উচিত এই নিয়ে প্রশ্ন তুলেছেন তাদের জন্যে।’
যদিও তাদের এই ব্যাখ্যা এখনও মেনে নিতে পারেননি নেটিজেনদের অনেকেই।
উল্লেখ্য, নব্বইয়ের জনপ্রিয় জুটি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্তের ৫০তম সিনেমা ‘অযোগ্য’।