২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে জানুয়ারিতে প্রথমবার ঢাকায় আসছেন প্রখ্যাত ইরানী চলচ্চিত্র নির্মাতা মাজিদ মাজিদি। বাংলাদেশ জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তনে আয়োজিত এই উৎসবে যোগ দেওয়ার পাশাপাশি ২৭ জানুয়ারি একটি মাস্টার ক্লাসও নেবেন তিনি।
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল জানান, “এরই মধ্যে তার আসার বিষয়টি চূড়ান্ত হয়েছে। সব কিছু ঠিক থাকলে তিনি আমাদের উৎসবে যোগ দেবেন এবং একটি মাস্টারক্লাস নেবেন।”
তিনি আরও বলেন, “চিলড্রেন অব হেভেন, কালার অব প্যারাডাইস ও বারান’র মতো চমৎকার সিনেমা নির্মাণ করে চলচ্চিত্রপ্রেমীদের মন জয় করেছেন মাজিদি। তার মতো একজন দক্ষ চলচ্চিত্র নির্মাতাকে পাওয়া আমাদের সবার জন্য একটি দুর্দান্ত অভিজ্ঞতা হবে।”
২০ জানুয়ারি শুরু হয়ে ৯দিন ব্যাপী এই উৎসবে প্রদর্শিত হবে ৭৫টি দেশের প্রায় আড়াই’শ চলচ্চিত্র। ১৯৯২ সাল থেকে ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ স্লোগানকে সামনে রেখে নিয়মিত এই চলচ্চিত্র উৎসবের আয়োজন করে আসছে রেইনবো ফিল্ম সোসাইটি।