বলিউড বাদশাহ শাহরুখ খান তিন দশকেরও বেশি সময় ধরে বলিউড ইন্ডাস্ট্রিতে রাজ করছেন। তবে অবাকই হতে হয় তিনি কখনো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাননি। এবারই প্রথমবারের মতো এই পুরস্কার পেতে যাচ্ছেন তিনি। ভারতীয় একাধিক সংবাদমাধ্যম তাদের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
শুক্রবার ১ আগস্ট ভারতের ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়েছে। সেখানে ‘জওয়ান’ সিনেমার জন্য সেরা অভিনেতা হিসেবে নাম ঘোষণা করা হয় শাহরুখ খানের।
বিশ্বব্যাপী অসংখ্য পুরস্কার আর মানুষের ভালোবাসা জয় করা শাহরুখ অবশেষে নিজ দেশেও সেরার স্বীকৃতি পেলেন। অবশেষে ৩৩ বছরের অভিনয় জীবনের স্বপ্ন পূরণ হলো।
২০২৩ মুক্তি পাওয়া ‘জওয়ান’ সিনেমার জন্য ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে যুগ্নভাবে সেরা অভিনেতা হিসেবে পুরস্কৃত হতে যাচ্ছেন শাহরুখ খান। শাহরুখের সাথে সেরা অভিনেতার পুরস্কার পেতে যাচ্ছেন বিক্রান্ত ম্যাসি।
১৯৯২ সালে ‘দিওয়ানা’ চলচ্চিত্র দিয়ে অভিষেক করেন শাহরুখ খান। বর্তমানে তিনি কিং চলচ্চিত্রের শুটিং করছেন, যা ২০২৬ সালে মুক্তি পাবে। এই অ্যাকশনধর্মী ছবির মধ্য দিয়েই তার মেয়ে সুহানা খানেরও বড় পর্দায় অভিষেক হচ্ছে।