কলকাতার আরজি কর কাণ্ডের প্রতিবাদে রাজপথে নামায় ১৬ আগস্ট গ্রেফতার করা হয় ভারতীয় বাংলা সিনেমার অভিনেতা ও বিজেপি নেতা রুদ্রনীল ঘোষকে।
ভারতীয় গণমাধ্যম টিভি নাইনের খবরে, শুক্রবার (১৬ আগস্ট) কলকাতার শ্যামবাজার মোড় থেকে অভিনেতা রুদ্রনীলকে আটক করা হয়। জানা গেছে, আরজি কর হাসপাতালে জুনিয়র চিকিৎসক ধ’র্ষণ ও হ’ত্যার প্রতিবাদে রাজনৈতিক দল বিজেপি ২ ঘণ্টার প্রতীকী অবস্থানের প্রতিবাদ করতে চেয়েছিল। কিন্তু বিজেপির প্রতিবাদ শুরুর আগেই গেরুয়া শিবিরের ধর্ণা মঞ্চ ভেঙে দেয় পুলিশ।
এতে বিজেপির নেতা ও লালবাজার থানা পুলিশের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে অভিনেতা রুদ্রনীলসহ বেশ কয়েকজনকে আটক করে পুলিশ।
এদিকে আটক হওয়া অবস্থাতেই রুদ্রনীল পুলিশের প্রিজন ভ্যান থেকে একটি ভিডিও বার্তা পোস্ট করে জানান, ভারতীয় জনতা পার্টির প্রতিবাদের কথা ছিল শুক্রবার। একইদিন কালচারাল সেলের পক্ষে অভিনয়শিল্পীরাও প্রতিবাদে নামেন। কিন্তু রাস্তা জ্যামের অজুহাত দিয়ে মারধর করে প্রতিবাদীদের আটক করা হয়। বাংলাদেশের ভয় পেয়ে বসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। বলছেন, বোনটার দাম নাকি ১০ লাখ টাকা। আপনারা সবাই রাস্তায় নেমে আসুন।
প্রসঙ্গত, ভারতের কলকাতায় আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধ’র্ষ’ণ ও হ’ত্যার করা হয়। নিজ কর্মস্থলে নিরাপত্তা না থাকায় এ ঘটনা ঝড় তুলেছে ভারতীয় নাগরিক ও টালিপাড়ার তারকাদের হৃদয়ে। এ ঘটনার প্রতিবাদে এই মুহূর্তে উত্তাল সারা ভারত।