‘প্রচলিত’ শীর্ষক চরকি অরিজিনাল সিরিজের চতুর্থ গল্প ‘কলিংবেল’ মুক্তি পাচ্ছে ৯ নভেম্বর। অপ্রত্যাশিত কিছু সত্য আর রহস্য-রোমাঞ্চে ভরপুর অ্যানা ও রিচার্ডের গল্প নিয়ে রাত ৮ টায় আসছে ‘কলিংবেল’।
গল্পটিতে দেখা যাবে সাদিয়া আয়মান, বায়োজিদ হক জোয়ার্দার, শাহানা রহমান সুমিসহ আরও অনেককে।
কাজের অভিজ্ঞতা নিয়ে সাদিয়া আয়মান বলেন, “কলিংবেল-এর গল্প শুনেই ভালো লেগেছিল তাই কাজটি করেছি। এর আগে এমন কাজের কোনো অভিজ্ঞতা ছিল না। গল্পটা একটু ডিফরেন্ট। গল্পের শুরুতে রোমান্টিক কিছু মোমেন্টস ছিল আবার ভয়েরও কিছু দৃশ্য ছিল। সব মিলিয়ে গল্পের গ্রাফটা আমার খুব ভালো লেগেছে।”
তিনি আরও বলেন, “কাজের আগে নিজের মতো করে কিছুটা প্রস্তুতি নিয়েছিলাম। আমার চরিত্রের মধ্যে একটু ডিটেকটিভ ভাবের দরকার ছিল। সেটার জন্য শার্লক হোমস ও কিছু ডিটেকটিভ সিরিজ দেখেছিলাম। আমার লুকটাও বেশ ভিন্ন ছিল। আমি চাই গল্পটা দেখুক সবাই। আশা করি, সবার ভালো লাগবে।”
নির্মাতা আবিদ মল্লিক বলেন, “কাজের প্রয়োজনেই দেশের বিভিন্ন জায়গায় যেতে হয়। প্রচলিত র গল্পগুলোর ভাবনা এইভাবেই হাঁটতে, চলতে, কখনো মানুষের মুখে, কখনো পড়ে, কিছু শৈশব থেকে ভাবনায় গেঁথে গেছে। সেই ভাবনাগুলোকেই সমসাময়িকায়তার চাদরে জড়িয়ে চেষ্টা করেছি এই সময়কে প্রতিফলিত করার।”
রহস্য-রোমাঞ্চে ভরপুর চরকির সিরিজ ‘প্রচলিত’। পাঁচ পর্বের সিরিজেটির ইতিমধ্যে মুক্তি পেয়েছে ২৫ মিনিটের ‘রিংটোন’, ২৩ মিনিটের ‘বিলাই’, ২৬ মিনিটের ‘বেওয়ারিশ’, ২৯ মিনিটের ‘কলিংবেল’-র পর ১৬ নভেম্বর মুক্তি পাচ্ছে ‘প্রচলিত’ সিরিজের শেষ গল্প ১৮ মিনিটের ‘হাতবদল’।
প্রসঙ্গত, সমাজে প্রচলিত বা প্রবাদ বাক্য অর্থাৎ যেসব কথা লোকমুখে প্রচারিত, সেগুলো নিয়ে মূলত সিরিজটির কাহিনি। চলতি বছরের জুলাই-আগস্টে সিরিজটির শুটিং শুরু হয়ে চরকিতে সিরিজটি মুক্তি পেয়েছে ১৯ অক্টোবর।