প্রকাশ্যে এসেছে মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হতে যাওয়া ‘সবার আগে বাংলাদেশ’ কনসার্টের থিম সং ‘নতুন সূর্য নতুন এক গান আগলে রাখে আমায় এই মাটির ঘ্রাণ’ গানটি।
১৪ ডিসেম্বর রাজধানীর গুলশানের হোটেল বেঙ্গল ব্লুবেরির সেমিনার হলে প্রকাশ করা হয় মহান বিজয় দিবস সার্বজনীনভাবে উদযাপনের জন্য বাংলাদেশী শিল্পীদের অংশগ্রহণে আয়োজিত ‘সবার আগে বাংলাদেশ’ কনসার্টের থিম সং।
এসময় কনসার্টের আহ্বায়ক ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি গণমাধ্যমের উদ্দেশ্যে বলেন, ‘গত ১৫-১৬ বছরে মানুষ বিজয় দিবস উদ্যাপন করতে পারেনি। আগামীর পথ মসৃণ নয়। আরও সজাগ ও ঐক্যবদ্ধ থেকে আগামীর পরিস্থিতি মোকাবিলা করতে হবে, গণতন্ত্রের ভিতরকে শক্তিশালী করতে হবে।’
বাংলাদেশকে সুন্দর করার লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের প্রতি সর্বাত্মক সহযোগিতা রয়েছে বলেও জানান তিনি। এই আয়োজনে পার্ফরম করবেন নগরবাউল, আসিফ, কনা, প্রীতম হাসান, জেফার রহমান, ইমরান মাহমুদুল, ব্যন্ড সোলস, কনকচাঁপা, বেবি নাজনীন, ব্যন্ড শিরোনামহীনসহ দেশের আরও স্বনামধন্য শিল্পীরা।
উল্লেখ্য, ১৬ ডিসেম্বর দুপুর ১২টা থেকে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হবে ‘সবার আগে বাংলাদেশ’ কনসার্ট! সুরের ঝংকারে ও উদ্দীপনায় দেশের শিল্পীদের সাথে উদযাপন করতে বিজয় দিবসের বিশেষ এই কনসার্টটি জনসাধারণের জন্য উন্মুক্ত।