Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫

প্রকাশ্যে ‘সবার আগে বাংলাদেশ’ কনসার্টের থিম সং

প্রকাশ্যে এসেছে মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হতে যাওয়া ‘সবার আগে বাংলাদেশ’ কনসার্টের থিম সং ‘নতুন সূর্য নতুন এক গান আগলে রাখে আমায় এই মাটির ঘ্রাণ’ গানটি।  

১৪ ডিসেম্বর রাজধানীর গুলশানের হোটেল বেঙ্গল ব্লুবেরির সেমিনার হলে প্রকাশ করা হয় মহান বিজয় দিবস সার্বজনীনভাবে উদযাপনের জন্য বাংলাদেশী শিল্পীদের অংশগ্রহণে আয়োজিত ‘সবার আগে বাংলাদেশ’ কনসার্টের থিম সং।

এসময় কনসার্টের আহ্বায়ক ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি গণমাধ্যমের উদ্দেশ্যে বলেন, ‘গত ১৫-১৬ বছরে মানুষ বিজয় দিবস উদ্‌যাপন করতে পারেনি। আগামীর পথ মসৃণ নয়। আরও সজাগ ও ঐক্যবদ্ধ থেকে আগামীর পরিস্থিতি মোকাবিলা করতে হবে, গণতন্ত্রের ভিতরকে শক্তিশালী করতে হবে।’

বাংলাদেশকে সুন্দর করার লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের প্রতি সর্বাত্মক সহযোগিতা রয়েছে বলেও জানান তিনি। এই আয়োজনে পার্ফরম করবেন নগরবাউল, আসিফ, কনা, প্রীতম হাসান, জেফার রহমান, ইমরান মাহমুদুল, ব্যন্ড সোলস, কনকচাঁপা, বেবি নাজনীন, ব্যন্ড শিরোনামহীনসহ দেশের আরও স্বনামধন্য শিল্পীরা।

উল্লেখ্য, ১৬ ডিসেম্বর দুপুর ১২টা থেকে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হবে ‘সবার আগে বাংলাদেশ’ কনসার্ট! সুরের ঝংকারে ও উদ্দীপনায় দেশের শিল্পীদের সাথে উদযাপন করতে বিজয় দিবসের বিশেষ এই কনসার্টটি জনসাধারণের জন্য উন্মুক্ত।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ছবিপ্রতি কত পারিশ্রমিক নেন শাহরুখ-আল্লুরা?  

ভারতীয় তারকারা বরাবরই উচ্চ পারিশ্রমিকের জন্য পরিচিত। জানেন কি ভারতের শীর্ষ ১০ তারকাদের গড়ে পারিশ্রমিক কত?…

প্রশংসায় ভাসছেন ফারিণ

মার্কিন সংগীতশিল্পী আরিয়ানা গ্রান্ডের ‘পপুলার’ গানটি খালি গলায় কভার করে প্রশংসায় ভাসছেন অভিনেত্রী তাসনিয়া…

সাইফ আলীর অস্ত্রোপচার সম্পন্ন, শরীর থেকে যা মিললো!  

১৬ জানুয়ারি প্রথম প্রহরে নিজ বাড়িতে ভয়াবহ হামলার শিকার বলিউড অভিনেতা সাইফ আলী খানের অস্ত্রোপচার সম্পন্ন…
0
Share