২০২৩ সালের শেষ দিন প্রকাশ করা হলো ‘ওমর’ সিনেমার ফার্স্ট লুক পোস্টার। যেখানে হুডি পরা অবস্থায় দেখা যাচ্ছে অভিনেতা শরিফুল রাজকে। হালকা ছাই বর্ণের হুডিতে এক চোখ ঢাকা রাজের।
এর আগে ‘ওমর’ সিনেমার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ ঘোষণা দিয়েছিলেন বছরটা শেষ হবে সিনেমাটির প্রথম পোস্টার দেখে। পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী, ৩১ ডিসেম্বর প্রকাশিত হয়েছে এই সিনেমার পোস্টার।
এদিকে ছবির পোস্টারটি শেয়ার করে অভিনেতা রাজ ও নির্মাতা রাজ উভয়েই লিখেছেন, “সাপলুডু খেলায় প্রতিপক্ষ কে সেটা জরুরি না, জরুরি সাপের মুখে না পড়াটা। নতুন বছর নতুন ধামাকা ‘ওমর’।”
প্রসঙ্গত, সর্বশেষ ২০১৮ সালে মুক্তি পেয়েছিল নির্মাতা রাজের আলোচিত সিনেমা ‘যদি একদিন’। এরপর চলতি বছরের আগস্টে ‘ওমর’ ছবি নির্মাণের ঘোষণা দেন এই নির্মাতা। এর মাধ্যমে ৫ বছর পর নতুন ছবি নির্মাণ করেছেন তিনি। আর তার সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা শরিফুল রাজ।
সিনেমাটিতে শরিফুল রাজ ছাড়াও অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, নাসিরউদ্দিন খান, এরফান মৃধা শিবলু, রোজী সিদ্দিকী, আবু হুরায়রা তানভীর প্রমুখ। সিদ্দিক আহমেদের চিত্রনাট্যে সিনেমাটির চিত্রায়ণ করছেন রাজু রাজ। সংগীত পরিচালনার দায়িত্বে আছেন নাভেদ পারভেজ ও স্যাভি। আর এটি প্রযোজনা করছে মাস্টার কমিউনিকেশনস।
২০২৪ সালের ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে ‘ওমর’ মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে পরিচালক রাজের।