২০২৪ সালের বিদায় বেলায় নিজের নতুন অ্যালবাম ‘চিনি দেড় চামচ’ প্রকাশ্যে আনলেন কণ্ঠশিল্পী এলিটা করিম। ২৪ ডিসেম্বর রাজধানীর গুলশানে গান-আড্ডার মধ্যদিয়ে অ্যালবামটি প্রকাশ্যে এনেছে আজব রেকর্ডস।
মঙ্গলবার, অনুষ্ঠিত আয়োজনে উপস্থিত ছিলেন নকীব খান, ফোয়াদ নাসের বাবু, লিটন অধীকারী রিন্টু, আসিফ ইকবাল, বাপ্পা মজুমদার, দিলশাদ নাহার কনা, বাপ্পী খান, শফিক তুহিন, সুমন পাটওয়ারী, বৃন্দাবন দাস ও এলিটার স্বামী নির্মাতা আশফাক নিপুনের মত তারকারা।
‘চিনি দেড় চামচ’ অ্যালবামের ‘প্রেম হবে দিন শেষে’, ‘ভালোবাসি’, ‘প্রজাপতি’ ও ‘চিনি দেড় চামচ’- এই চারটি গানই লিখেছেন বরেণ্য গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী ও সুর করেছেন রেনেসাঁ ব্যান্ডের নন্দিত শিল্পী ও সুরকার পিলু খান। সংগীতায়োজনে ছিলেন কলকাতার দেবাশীষ সোম। মিক্স-মাস্টারিং করেছেন আমজাদ হোসেন বাপ্পী।
অ্যালবাম প্রসঙ্গে এলিটা করিম তার উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘ছোটবেলায় যে শিল্পীদের গান আমাকে অনুপ্রেরণা যুগিয়েছে, তাদের লেখা ও সুরে একটি পুরো অ্যালবামের কাজ করার স্বপ্ন সত্যি হয়েছে।’
শহীদ মাহমুদ জঙ্গী বলেন, ‘পিলুর সঙ্গে ৪০ বছর ধরে কাজ করছি, আমাদের এই যাত্রায় এলিটার যুক্ত হওয়াটা আনন্দের। আমি বিশ্বাস করি এই গানগুলো সময়ের বিবেচনায় একটি স্থায়ী ছাপ ফেলবে।’
পিলু খান বলেন, ‘এলিটা আমার পছন্দের কণ্ঠশিল্পী। ওর জন্য গান করতে ভালো লেগেছে। আশা করি শ্রোতারাদের ভালো লাগবে।’
উল্লেখ্য, অ্যালবামটির গানগুলো এখন ইউটিউবসহ আইটিউনস, স্পটিফাই, আমাজন, ডিজার ও স্বাধীন মিউজিকের মতো অনলাইন প্ল্যাটফর্মে শোনা যাচ্ছে বিশ্বব্যাপী।