৭ অক্টোবর প্রকাশ্যে এসেছে ২০১৯ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরেবাংলা হলে ঘটে যাওয়া কলঙ্কিত সেই অধ্যায়ের প্রথম ঝলক।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী শেখ জিসান আহমেদের পরিচালনায় ‘রুম নম্বর ২০১১’ শিরোনামের স্বল্পদৈর্ঘ্য সিনেমার প্রথম ঝলক প্রকাশিত হয়েছে জিসু এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে। আবরার ফাহাদের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে নিজের দেওয়া কথা রেখে টিজারটি প্রকাশ করেছেন জিসু। টিজারটি প্রকাশ্যে আসার পর পরই মুহুর্তেই তা ভাইরাল হয়ে যায়। এখন পর্যন্ত ‘রুম নম্বর ২০১১’ টিজারের ভিউ ছাড়িয়েছে ১১ হাজারের ঘর।
৫১ সেকেন্ডের টিজারে শুরুতেই দেখা যায় একটি করিডোরে ছাত্রদের হারাকার। তার পরের মুহূর্তেই একটু একটু করে স্পষ্ট হতে থাকে ভয়াল এক হত্যা কান্ডের দৃশ্য। যা দর্শকের মনে জাগিয়েছে পাঁচ বছর আগে বুয়েটের শেরেবাংলা হলে ঘটে যাওয়া বীভৎস ৭ অক্টোবর দিবাগত রাতের স্মৃতি।
এর আগে, জিসু এন্টারটেইনমেন্টের পেজ থেকে সিনেমাটির বিষয়ে জানানো হয়। একই সঙ্গে প্রকাশ করা হয় এর পোস্টারও। ক্যাপশনে লেখা হয়, ‘রুম নম্বর ২০১১’। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত আমাদের প্রথম মৌলিক কাজ। বাংলাদেশ ও আমেরিকায় একই সময়ে রিলিজ হবে সিনেমাটি।
‘রুম নম্বর ২০১১’ সিনেমার পোস্টারে অবশ্য আবরার ফাহাদের কথা উল্লেখ না থাকলেও। দর্শকের ধারণাকে সত্য প্রমাণ করে টিজারটি।