আগামী ডিসেম্বরে মুক্তির আশায় থাকা বহুল প্রতীক্ষিত ‘পুষ্পা ২’ সিনেমা মুক্তির আগেই ভারতীয় সিনেমার ইতিহাসে অনন্য এক রেকর্ড গড়েছেন। কারণ মুক্তির আগেই ১ হাজার কোটি রুপির বেশি আয় করেছে ‘পুষ্পা ২’!
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে, ৫০০ কোটি রুপি বাজেটে নির্মিত সিনেমাটি প্রেক্ষাগৃহে বিভিন্ন ভাষায় প্রদর্শনের স্বত্ব নির্মাতারা ৬৬০ কোটি রুপিতে বিক্রি করেছেন। তেলেগু ভাষার স্বত্ব ২২০ কোটি রুপিতে, হিন্দি সংস্করণের স্বত্ব ২০০ কোটি রুপিতে ও তামিল ভাষার স্বত্ব বিক্রি হয়েছে ৫০ কোটি রুপি।
তবে এখানেই শেষ নয়। ‘পুষ্পা ২’ সিনেমার আন্তর্জাতিক পরিবেশনার স্বত্বটি বিক্রি করা হয়েছে ১৪০ কোটি রুপিতে। ওটিটি, স্যাটেলাইট ও সংগীতের স্বত্ব বিক্রি হয়েছে মোট ৪২৫ কোটি রুপিতে। নাম প্রকাশ্যে না আসা একটি ওটিটি মাধ্যম সিনেমাটির স্বত্ব কিনেছে ২৭৫ কোটি রুপিতে।
সিনেমা ব্যবসা বিশেষজ্ঞদের একাংশের দাবী, এখন পর্যন্ত ভারতীয় বক্স অফিসে মুক্তির আগে কোনো ছবি এতো ব্যবসা করতে পারেননি।
প্রসঙ্গত, ২০২১ সালে মুক্তি পায় ‘পুষ্পা: দ্য রাইজ’। ফার্স্ট ডে ফার্স্ট শো থেকেই ব্যাপক জনপ্রিয়তা পাওয়া শুরু করে ছবিটি। পর্দার পুষ্পারাজ শ্রীবল্লিকে পছন্দ করেন সবাই। বক্স অফিসেও ছবিটি করে তান্ডব। এই সিনেমায় অর্জুনের সাথে জুটি বেঁধেছেন দক্ষিণী ক্রাশখ্যাত রাশমিকা মান্দানা। দ্বিতীয় ছবিতেও দেখা যাবে এই জুটিকেই আর বিশেষ চমক হিসেবে আইটেম গানে থাকবেন শ্রদ্ধা কাপুর। ‘পুষ্পা ২’ পরিচালনা করেছেন সুকুমার।