Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, মার্চ ১৭, ২০২৫

‘পুষ্পা’ নির্মাতা সুকুমারের নায়ক এবার শাহরুখ খান

গুঞ্জন উঠেছে বলিউড সুপারস্টার শাহরুখ খানের সাথে জুটি গড়তে যাচ্ছেন পুষ্পা সিনেমার পরিচালক সুকুমার। বলিউড অঙ্গনে এ নিয়ে চলছে ব্যাপক আলোচনা। শোনা যাচ্ছে, শাহরুখ একটি গ্রামীণ গল্পে নির্মিত রাজনৈতিক অ্যাকশন ড্রামার অংশ হবেন। এই সিনেমায় তাকে এক নতুন অবতারে দেখা যাবে বলে ধারণা করা হচ্ছে। যা পরিচালনা করবেন নির্মাতা সুকুমার।

‘পুষ্পা’ খ্যাত নির্মাতা সুকুমার ও আল্লু অর্জুন

ভারতীয় সংবাদমাধ্যম ‘মিড ডে’-এর সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘পুষ্পা’ খ্যাত নির্মাতা সুকুমারের সঙ্গে প্রথমবারের মতো জুটি বেঁধে কাজ করতে যাচ্ছেন শাহরুখ। এই সিনেমায় শাহরুখ খান অভিনয় করবেন এক অ্যান্টি-হিরো চরিত্রে। গল্পে গ্রামীণ আবহে উপস্থাপন করা হবে শাহরুখকে। সিনেমাটি শুধুমাত্র বিনোদন নয়, বরং জাতপাত ও শ্রেণিবৈষম্যের মতো কঠিন সামাজিক ইস্যুগুলোকেও তুলে ধরবে।  

একটি ঘনিষ্ঠ সূত্র ‘মিড ডে’ -কে জানায়, ‘কিং খান এখানে একজন অ্যান্টি-হিরোর চরিত্রে অভিনয় করবেন, তবে এটি শুধুমাত্র সাধারণ ভিলেন চরিত্র নয়। এই সিনেমাটি একটি গ্রামীণ রাজনৈতিক অ্যাকশন ড্রামা, যেখানে তাকে সম্পূর্ণ ভিন্ন এক রূপে দেখা যাবে’।

১৭ মার্চ সোমবার সিনেমা বিশ্লেষক সুমিত কাদেলও একটি পোস্টে জানিয়েছেন, দুজনের একসঙ্গে কাজ করার গুঞ্জন বেশ জোরালো হচ্ছে। গ্রামীন গল্পে একটি রাজনৈতিক অ্যাকশন ড্রামায় একসঙ্গে কাজ করতে পারেন শাহরুখ-সুকুমার জুটি।

তবে অন্যান্য গণমাধ্যম বলছে এই দুই মেগাস্টার যুগলবন্দি হলেও সেটার চূড়ান্ত ফলফলের জন্য বেশ সময়ের প্রয়োজন। কারণ ইতোমধ্যে রামচরণের সঙ্গে একটি সিনেমা ও ‘পুষ্পা ৩’ নির্মাণ নিয়ে ব্যস্ত সুকুমার। শাহরুখ খানও ব্যস্ত তার আসন্ন সিনেমা ‘দ্য কিং’ নিয়ে। তাই দুজনের একসঙ্গে কাজ করাটা অনেক সময়ের ব্যাপার। শাহরুখ খানের ভক্তরা ইতিমধ্যেই তাকে ভিলেন চরিত্রে দেখেছেন। ‘ডর’, ‘বাজিগর’-এর রহস্যময় ও দুর্দান্ত পারফরম্যান্স আজও কালজয়ী হয়ে রয়েছে।

তবে ক্যারিয়ারের শুরুর দিকে নেগেটিভ রোলের  মাধ্যমেই কিন্তু সাফল্য পেয়েছিলেন এ অভিনেতা। তাই আরো একবার নেগেটিভ চরিত্রে তাকে পর্দায় দেখতে মুখিয়ে রয়েছেন ভক্তরাও। যদিও এখন পর্যন্ত সিনেমাটির কোনো বিশ্বাসযোগ্য তথ্য মেলেনি। সুকুমার কিংবা শাহরুখের পক্ষ থেকেও আসেনি কোনো ঘোষণা। তবে এই গুঞ্জনকে একেবারেই এড়িয়ে যেতে নারাজ শাহরুখ ভক্তরা। পুষ্পা’ খ্যাত পরিচালকের সঙ্গে শাহরুখ খানের জুটি ভিন্ন একটা স্বাদ উপহার দিবে বলে বিশ্বাস নেটিজেনদের।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আজ মুক্তি পাচ্ছে ‘জ্বীন-৩’ সিনেমার গান ‘কন্যা’

আজ, ১৭ই মার্চ মুক্তি সন্ধ্যায় মুক্তি পাবে ‘জ্বীন-৩’ সিনেমার নতুন গান ‘কন্যা’। গানটি ইউটিউবে ‘জাজ মাল্টিমিডিয়া’…

চিরতরে চৈতন্যকে মুছে ফেললেন সামান্থা রুথ প্রভু

নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের পর নিজের জীবনকে নতুনভাবে গুছিয়ে নিয়েছেন সামান্থা রুথ প্রভু। কিছুদিন আগে, নিজের…

‘চক্কর ৩০২’ সিনেমায় মো করিমের সাথী পুরস্কারজয়ী রিকিতা নন্দিনী শিমু

নির্মাতা ও অভিনেতা শরাফ আহমেদ জীবনের প্রথম সিনেমা ‘চক্কর ৩০২’। সম্প্রতি সিনেমাটির পোস্টার ও টিজার প্রকাশ করেছেন…

সৃজিতের সিনেমা থেকে বাদ নায়িকা প্রিয়াঙ্কা সরকার  

সৃজিত মুখার্জির নতুন সিনেমা লহো গৌরাঙ্গের নাম রে থেকে বাদ পড়লেন নায়িকা প্রিয়াঙ্কা সরকার। প্রথমে সিনেমার জন্য…
Exit mobile version