নস্টালজিক হয়ে যাওয়ার মত এক স্টুডিও। যেখানে দাঁড়িয়ে আছেন বিনোদন জগতের দুজন তারকা- সাজু খাদেম ও পূর্ণিমা। স্টুডিওতে নিজেদের ফ্রেমবন্দী করে দুইটি ছবি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে পোস্ট করেছেন সাজু।
অভিনেতা তার ক্যাপশনে লিখেছেন, “শেষ কবে এইভাবে স্টুডিওতে গিয়ে ছবি তুলেছেন…?”
সত্যিই নস্টালজিক হয়ে যাওয়ার মত ছবি দুইটি। যা দেখে অনেকেই পুরনো স্মৃতি রোমন্থন করে মন্তব্য করছেন সাজুর পোস্টের মন্তব্যের ঘরে।
জানা গেছে, ডিসেম্বর মাসের শেষ দিকে একটি অনুষ্ঠান উপস্থাপনা করার এক ফাঁকে এমন সেটের সামনে ছবি তুলেছিলেন সাজু ও পূর্ণিমা। অনুষ্ঠানটি ছিল ‘তোমার চোখে বাংলাদেশ’ নামে এক ফটোগ্রাফি প্রতিযোগিতার আয়োজন।