২০২২ সালে মুক্তি পায় ‘গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি’। চলতি বছরে সেই ছবির জন্য সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার পেলেন আলিয়া। ১৭ অক্টোবর নয়াদিল্লিতে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পুরস্কার গ্রহণ করেন তিনি।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার স্বামী ও বলিউড অভিনেতা রণবীর কাপুর। স্ত্রী পুরস্কার গ্রহণ করার সময় তার ছবি তুলতে ভুলেননি এই তারকা। এরপর রণবীরকে সঙ্গে নিয়ে সেলফি তোলেন আলিয়াও। স্বামীর কপালে চুমু দেওয়া সেই ছবি ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। এরপরই শুরু হয় আলোচনা।
এদিন অনুষ্ঠানে হাজির ছিলেন ভারতের রাষ্ট্রপতি, কেন্দ্রীয় মন্ত্রী থেকে ওয়াহিদা রহমানের মতো বর্ষীয়ান তারকা। সেখানেই রণবীরকে চুম্বন নিয়ে প্রশ্ন তুলেছে অনেকে। একদলের মন্তব্য, ‘লজ্জাও করে না তাদের!’ অনেকে আবার আরও একধাপ এগিয়ে বলেছেন, ‘দেশের রাষ্ট্রপতির সামনে কেমন আচরণ করতে হয়, সেটাও জানেন না।’
তবে অনেকেই স্বামী-স্ত্রীর ভালোবাসার এমন দৃশের প্রশংসাও করেছেন। স্ত্রীর সাফল্যের স্বামীর পাশে থাকাকেও বাহবা দিয়েছেন।