২৪ মে নতুন ভেন্যু ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারের ‘দ্য গ্রেস’ মিলনায়তনে আয়োজিত হয়ে গেল ২৫তম মেরিল-প্রথম আলো পুরস্কার। এবারের আসরে সেরা পরিচালক ও সেরা চিত্রনাট্যকার হিসেবে যথাক্রমে বাজিমাত করেছেন নির্মাতা আশফাক নিপুণ ও শঙ্খ দাশগুপ্ত।
মেরিল প্রথম আলো পুরস্কারে ‘মহানগর ২’ ওয়েব সিরিজের জন্য সেরা পরিচালক হিসেবে তৃতীয়বারের মতো সমালোচক পুরস্কারের মনোনয়ন পেয়ে, বিজয়ী নির্বাচিত হন নির্মাতা আশফাক নিপুণ। এর আগে ২০২১ সালে মহানগর সিরিজের জন্যেও তিনি পেয়েছিলেন সেরা পরিচালকের সমালোচক পুরস্কার।
পুরস্কার পেয়ে নির্মাতা আশফাক নিপুণ নিজের ফেসবুকে একটি ছবি শেয়ার করেন। ক্যাপশনে লিখেছেন, ‘মহানগর ২’ রক্স! আমি ‘মহানগর ২’-এর জন্য সেরা পরিচালক (সমালোচক) পুরস্কার জিতেছি! তার উপরে মহানগর ২’ সেরা সিরিজ (সমালোচক) ও জিতেছে! সত্যি এই সুখবর সবার সাথে ভাগ করে নিতে ভীষণ খুশি আমি।’
সব শেষে নিজের ‘মহানগর-২’ টিমসহ সবাইকে ধন্যবাদ জানাতেও ভোলেননি নিপুণ।
আরেকদিকে ‘গুটি’ ওয়েব সিরিজ নজর কেড়েছে একটু বিশেষভাবে। এবারের আসরে কেবল সমালোচকদের বিচারে সেরা চিত্রনাট্যকার চূড়ান্ত মনোনয়নই পাননি নির্মাতা শঙ্খ দাশগুপ্ত, বরং আবু সাঈদ রানা্ জাহিন ফারুক আমিন, রবিউল আলম রবি, আবদুল্লাহ আল মুক্তাদির, আশফাক নিপুণের মত চিত্রনাট্যকারদের কে ছাপিয়ে পেয়েছেন সেরার খেতাব।
সেই সুখবর দর্শক-ভক্তদের সাথে ভাগ করে নিতে প্রথম আলো পুরস্কারের আসর থেকে বেশ কিছু স্থিরচিত নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেছেন শঙ্খ দাশগুপ্ত। ক্যাপশনে লিখেছেন, ‘প্রথম আলো পুরষ্কার’-এ ‘গুটি’-এর জন্য সেরা চিত্রনাট্য লেখক জিতে পেয়ে আমি সত্যি রোমাঞ্চিত! ‘গুটি’ টিম আমার পাশে না থাকলে আজকের এই প্রাপ্তি সম্ভব হতো না। তাই আম্র পুরস্কারটি আমি উৎসর্গ করছি আমার বাবা-মা আর পুরো ‘গুটি’ টিমকে।’