বাথরুমে পড়ে গিয়ে কোমরে আঘাত পেয়েছেন জাকিয়া বারী মম। ১৩ ফেব্রুয়ারি কবি হেলাল হাফিজের মৃত্যু সংবাদে ব্যথিত হয়ে তিনি এই তথ্য সামাজিক মাধ্যমে প্রকাশ করেন।
উল্লেখ্য কবি হেলাল হাফিজ শাহবাগের একটি হোস্টেলে থাকতেন। তিনি বাথরুমে পড়ে গিয়ে আঘাত প্রাপ্ত হন। পরবর্তীকালে তার মৃত্যু হয়। এই ঘটনা জানার পর ‘৮৪০’ অভিনেত্রী মম জানান, তিনিও কয়েকদিন আগেই বাথরুমে পড়ে যান। ভোর বেলা ঘুমের ঘোরে পানিতে তার পা পিছলে যায় এবং পড়ে যান তিনি।
তাতে কোমরে ব্যাথা পান মম। এতোটাই কাবু হয়েছেন যে বর্তমানে বিশ্রামে আছেন ও নিয়মিত ডাক্তারের পরামর্শ নিচ্ছেন। তিনি জানান, কবি’র মত ঘটনা তো তার সাথেও হতে পারতো।
তবে চিত্রালীর পক্ষ থেকে তার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আপাতত সুস্থ বোধ করছেন। অচীরেই ফিরবেন ক্যামেরার সামনে। বর্তমানে সামাজিক মাধ্যম থেকে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘৮৪০’ সিনেমাটি দেখে দর্শকের অভিজ্ঞতা পড়ছেন। তিনি জানছেন কে কী বলছেন। এছাড়াও অন্তর্বর্তীকালিন সরকারের গুরুত্বপূর্ণ কমিশনের সদস্য হিসেবে দ্বায়িত্ব পালন করছেন তিনি।