পালাকার-এর প্রযোজনা ভিত্তিক কর্মশালার প্রথম দিন শেষ হয়েছে যা শুরু হয়েছিল গতকাল। উদ্বোধনী দিনে নতুন কর্মীদের সাথে অভিজ্ঞতা বিনিময় করেন স্বনামধন্য অভিনেত্রী ও নির্দেশক ত্রপা মজুমদার।
এর পর কর্মশালার মূখ্য প্রশিক্ষক, অভিনেতা ও নির্দেশক কামরুজ্জামান তাপু প্রশিক্ষণ কর্মশালার সূচনা করেন।
উল্লেখ্য ‘তুমি দাঁড়ালেই মঞ্চ’ শিরোনামে পালাকার নতুন থিয়েটার কর্মী আহ্বান করেছিলো কিছুদিন আগে। তারই আওতায় গতকাল মঙ্গলবার থেকে পালাকার-এর নতুন কার্যালয়ে শুরু হয়েছে ১৫ দিন ব্যাপী প্রযোজনা ভিত্তিক কর্মশালা।
উল্লেখ্য, ২০০২ সালের ১৪ এপ্রিল ঢাকার সিদ্ধেশ্বরীতে অস্থায়ী কার্যালয়ে প্রথম আনুষ্ঠানিক যাত্রা শুরু করে পালাকার। ওইদিন বিকালে ৪টায় মঙ্গল প্রদীপ জ্বালিয়ে বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব সারা জাকের ও বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব লিয়াকত আলী লাকি পালাকার-এর আনুষ্ঠানিক শুভ সূচনা করলেন।
সেখানে প্রথম বছরেই ২০ জন নাট্যকর্মী প্রশিক্ষণ গ্রহন করেন। বিভিন্ন অতিথি নাট্য ব্যক্তিত্বরা সেখানে নাট্যকর্মীদের প্রশিক্ষণ দেন। সেখানে ২০ জন নাট্যকর্মী প্রশিক্ষণ গ্রহন করেন। বিভিন্ন অতিথি নাট্য ব্যক্তিত্বরা সেখানে নাট্যকর্মীদের প্রশিক্ষণ দেন। তারই ধারাবাহিকতায় এখনও চলছে পালাকার এর কর্মকাণ্ড।