পাকিস্তানের অতি জনপ্রিয় অভিনেত্রী মাহিরা খান। সম্প্রতি তার দ্বিতীয় বিয়ের জন্য এসেছেন শিরনামে। খুব একটা সহজ ছিল না মাহিরার জীবন। যুক্তরাষ্ট্রে নিজের পড়াশুনার খরচ চালাতে, লস অ্যাঞ্জেলেসে টয়লেট ও মেঝে পরিষ্কারের কাজও করেছিলেন তিনি।
২০২১ সালে এক সাক্ষাৎকারে মাহিরা বলেছিলেন, ‘আমাকে অনেক কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে। লস অ্যাঞ্জেলেসে থাকার সময় আমি টয়লেট পরিষ্কার করেছি, অনেক কঠিন সময় ছিল তখন। এমনও দিন গেছে এক ডলারের খাবার কিনে ভাইয়ের সঙ্গে ভাগ করে খেয়েছি।’
২০০৬ সালে নিজের ক্যারিয়ার শুরু করেন এই নায়িকা। কাজের প্রথম সুযোগ পান জনপ্রিয় পরিচালক শোয়েব মনসুরের ‘বল’ সিনেমায়। পরবর্তীতে টিভি সিরিয়াল ‘হাম সাফার’ থেকে পরিচিতি পেতে শুরু করেন এই অভিনেত্রী।
২০১৭ সালে রাহুল ঢোলাকিয়ার ‘রইস’ সিনেমায় শাহরুখ খানের বিপরীতে কাজ করে সাড়া ফেলেন মাহিরা। এর পর আর ঘুরে তাকাতে হয়নি তাকে। বর্তমানে পাকিস্তানের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের একজন মাহিরা খান।
প্রতিটি ছবিতে প্রায় তিন থেকে পাঁচ লাখ রুপি পারিশ্রমিক নেন মাহিরা খান। সুত্রের মতে, বাংলাদেশি টাকায় মাহিরার সম্পদের বর্তমান মূল্যের পরিমাণ প্রায় ৭৭ কোটি।