বিশ্বের বিভিন্ন দেশে মুক্তির ধারাবাহিকতায় এবার পাকিস্তানে মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত ‘তুফান’। আর বিশেষ চমক হিসেবে থাকছে ভাষার প্রয়োগ। বাংলা ভাষায় নয়, সেখানে সিনেমাটি দেখা যাবে উর্দুতে।
১ নভেম্বর পাকিস্তানে উর্দু তে ‘তুফান’ মুক্তি প্রসঙ্গে নির্মাতা রাফি জানিয়েছেন, ‘ইতিমধ্যে উর্দুতে ডাবিং হয়েছে সিনেমাটির। তবে মজার বিষয় হচ্ছে, আমি নিজেই জানতাম না ব্যাপারটা। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে শুনলাম শাকিব ভাই নিজেই পাকিস্তানের পরিবেশকদের সঙ্গে কথা বলে সেখানে মুক্তির ব্যবস্থা করেছেন। তারাও আগ্রহ প্রকাশ করেছে।’
উল্লেখ্য, ‘তুফান’ সিনেমায় দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। সেখানে তার সঙ্গী হয়েছেন বাংলাদেশের নাবিলা ও পশ্চিমবঙ্গের মিমি চক্রবর্তী। এছাড়াও সিনেমায় গুরুতবপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, মিশা সওদাগরের মত তারকারা। চরকি, আলফা আই ও ওপার বাংলার এসভিএফের যৌথ প্রযোজনায় নির্মিত ‘তুফান’ গত ১৯ সেপ্টেম্বর থেকে দর্শকের জন্য উন্মুক্ত করা হয়েছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি ও হইচই-তে।