কিংবদন্তি মহানায়িকা সুচিত্রা সেন হয়ে বড় পর্দায় ফিরছেন দর্শনা বণিক। নির্মাতা কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় পরিচালিত ‘যমালয়ে জীবন্ত ভানু’ সিনেমায় মহানায়িকার ভূমিকায় থাকছেন দর্শনা।
ভারতীয় গণমাধ্যম গুলোর খবরে, রুপালি পর্দার অবস্মিরণীয় অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের জীবন অবলম্বনে তৈরি হচ্ছে ‘যমালয়ে জীবন্ত ভানু’ ।
রইমধ্যে সুচিত্রা সেনের লুকে দর্শনার একটি স্থিরচিত্রও প্রকাশ পেয়েছে। সেই প্রসঙ্গে গণমাধ্যমকে দর্শনা জানিয়েছেন, ‘সিনেমায় ‘সাড়ে চুয়াত্তর’ ছবির শুটিংযয়ের একটি দৃশ্য রয়েছে। তাতেই সুচিত্রা সেনের ভূমিকায় দেখা যাবে আমাকে।’
দর্শনার কথায়, ‘আমি তখন দার্জিলিংয়ে। ফেব্রুয়ারির ঠান্ডা গায়ে জড়িয়ে টয়ট্রেনে। তখনই কৃষ্ণেন্দুদার ফোন এসেছিল। সবটা শোনার পর না বলার প্রশ্নই ওঠেনি। এ রকম একটা চরিত্রে অভিনয় করতে পারব জেনে মন ভালো হয়ে গিয়েছিল।’
অভিনেত্রী জানিয়েছেন, ‘সাধারণত পরিচালকরা বিখ্যাত কোনো দৃশ্য নতুন করে আবার ক্যামেরায় ধরার আগে পুরনো ছবি না দেখার অনুরোধ জানান। কৃষ্ণেন্দুদা কিন্তু উল্টোটাই করেছিলেন। তিনি বেশি করে ওই দুটো দৃশ্য দেখতে বলেছিলেন। কারণ, আমরা হুবহু ওই দৃশ্য পর্দায় দেখাতে চলেছি।
সিনেমার গুরুত্বপূর্ণ একটি চরিত্রে থাকছেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ও। খুব শ্রীঘ্রই সিনেমা মুক্তির তারিখ জানানো হবেক।