“আগামীকাল দারুণ কিছু হবে” জানিয়ে ফেসবুকে একটি পোস্ট শেয়ার করার পরদিন চিত্রনায়িকা পরীমণি জানালেন, একটি ব্র্যান্ডের শুভেচ্ছাদূত হয়েছেন তিনি। ফলশ্রুতিতে আগামী দুই বছর প্রতিষ্ঠানটির হয়ে বিভিন্ন প্রচারণায় অংশ নেবেন তিনি।
দারুণ খবর দেওয়ার পোস্টে পরীর ভক্ত ও অনুরাগীরা ধারণা করছিলেন নতুন কোনো সিনেমার ঘোষণা দিবেন এই নায়িকা। তবে সেই ধারণা ভুল প্রমাণিত করে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হওয়ার খবর জানালেন তিনি। পরী ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন হোমকেয়ার ব্র্যান্ড সানবিট এবং কসমেটিকস ব্র্যান্ড শপ হারল্যান স্টোরের জন্য। সম্প্রতি ঢাকার রিমার্ক এলএলসি ইউএসএ’র অ্যাফিলিয়েটেড রিমার্ক এইচবি লিমিটেডের করপোরেট কার্যালয়ে এই চুক্তি সই অনুষ্ঠিত হয়। ব্র্যান্ডটির সাথে চুক্তিবদ্ধ হওয়ার সময়ের কয়েকটি স্থিরচিত্র নিজের অফিশিয়াল ফেসবুক হ্যান্ডেল থেকে পোস্ট করে সবার সাথে বিষয়টি শেয়ার করেছেন এই চিত্রনায়িকা।
এর আগে মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে ৮ অক্টোবর ‘ডোডোর গল্প’ শীর্ষক সিনেমার মাধ্যমে আবারও ক্যামেরার সামনে এসেছিলেন পরী। এই সিনেমার কাজ এখন প্রায় শেষের দিকে। মাতৃত্বকালীন ছুটির পর নতুন উদ্যোমে কাজ শুরু করে একের পর এক কাজে চুক্তিবদ্ধ হওয়ার খবর দিচ্ছিলেন তিনি।
কিন্তু এর মাঝেই তার নানা শাসমুল হক গাজীকে চিরবিদায় জানাতে হয় পরীকে। নানা ছিল এই চিত্রনায়িকার সবচেয়ে কাছের মানুষ। তাকে হারানোর শোক কাটিয়ে ওঠা পরীর জন্য কষ্টসাধ্য। শোক কাটিয়ে উঠতে না পারলেও নায়িকার শুভেচ্ছাদূত হওয়ার খবরটি পরীর ভক্তদের জন্য এলো সুখবর হয়ে।
উল্লেখ্য যে, পরীমণির ‘ডোডোর গল্প’ সরকারি অনুদান প্রাপ্ত সিনেমা। ২০২১-২২ অর্থবছরে সরকার হতে ৬০ লাখ টাকা অনুদান পায় ছবিটি। ‘ডোডোর গল্প’ ছাড়াও সামনে ‘রঙিলা কিতাব’ শীর্ষক ওয়েব সিরিজ ও ‘খেলা হবে’ শীর্ষক সিনেমায় দেখা যাবে পরীকে।