আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দুই বছর পর আবারও বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) কোরবানি দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন চিত্রনায়িকা পরীমণি। তবে এবার কুরবানি দিতে তিনি সঙ্গে জুড়েছেন একটি শর্ত। সেই শর্তের সাথে একমত পোষণ করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল।
মূলত বিএফডিসিতে আনন্দময় পরিবেশের নিশ্চয়তা পেলেই কেবল সেখানে কোরবানি দিবেন বলে জানান পরী। তিনি বলেন, ‘আমি এবার কোরবানি দিতে চাই। এজন্য বিএফডিসির কেউ যদি সেখানে আনন্দময় পরিবেশে সবাইকে নিয়ে কোরবানির নিশ্চয়তা দিতে পারে, তবেই সেখানে কোরবানি দেবো।’
বিষয়টি নিয়ে জানতে পারলে ডিপজল জানান, ‘পরীমণিকে বিএফডিসিতে কোরবানি দেয়ার জন্য সব ধরনের সহযোগিতা করা হবে। আনন্দময় পরিবেশ থাকবে বিএফডিসিতে।’
খল-অভিনেতা আরও বলেন, ‘আমরা সবাই একসঙ্গে ঈদ ও কোরবানির আনন্দ ভাগাভাগি করবো। বিএফডিসিতে কোরবানি দেয়ার জন্য কেন বাধা দেয়া হবে? আগে বাধা দেয়ার ব্যাপারে জানা নেই আমার। আমরা একসঙ্গে কোরবানি দেবো, সবাই আনন্দ-ভাগাভাগি করবো। কোরবানি শেষ হলে ময়লা-আবর্জনা ধুয়ে পরিষ্কার করা হবে।’
প্রসঙ্গত, ২০১৬ সালে বিএফডিসিতে প্রথমবারের মতো কোরবানি দিয়েছিলেন পরী। পরবর্তী পাঁচ বছর সেই ধারাবাহিকতা বজায় রেখে কোরবানি দিতেন তিনি। সবশেষ ২০২১ সালে বিএফডিসির ভেতরে কোরবানি দেয়ায় নিষেধাজ্ঞা থাকায় বাইরে কোরবানির আনুষাঙ্গিকতা সম্পন্ন করতে হয়েছিল তার।