দীর্ঘ ১৩ বছর পর সরকার পরিবর্তনের ধাক্কায় এবার শিল্পকলা একাডেমির মহাপরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন লিয়াকত আলী লাকী। ১২ আগস্ট সোমবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।
শিল্পকলা একাডেমির সচিব (উপসচিব) সালাহউদ্দিন আহাম্মদ লিয়াকত আলী লাকীর পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানিয়েছেন, ‘আমি মন্ত্রণালয়ে এসেছি। এখানে এসে জেনেছি মহাপরিচালক লিয়াকত আলী লাকী পদত্যাগ করেছেন। লিয়াকত আলী লাকী হোয়াটসঅ্যাপের মাধ্যমে তার পদত্যাগপত্র পাঠিয়েছেন।’
দীর্ঘদিন ধরে লাকীর শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে থাকা নিয়ে বিভিন্ন সময়ে সাংস্কৃতিক অঙ্গনে ক্ষোভ তৈরি হয়। ২০২৩ সালে জুনেও তাকে অপসারণের দাবিতে আন্দোলন করে সংস্কৃতিকর্মীদের একটি অংশ। তবে নিজের অবস্থানে অনড় থাকেন তিনি।
উল্লেখ্য, ২০১১ সালের ৭ এপ্রিল শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ করেন লিয়াকত আলী লাকী। সবশেষ ২০২৩ সালের ২৯ মার্চ সপ্তমবারের মত তার মেয়াদ বাড়ানো হয়।