বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন দেশের জনপ্রিয় নির্মাতা ও অভিনেতা খিজির হায়াত খান।
২ আগস্ট, শুক্রবার নিজের ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দীর্ঘ এক বিবৃতিতে খিজির হায়াত খান জানিয়েছেন, ‘বাংলাদেশে আমি দুইটা সংগঠনের সদস্য। ১. বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি ২.বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতি। কিন্তু আজ অত্যন্ত দুঃখ আর হতাশা নিয়ে বলতে হচ্ছে দেশটার মতো বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিটাও অনেক বদলে গেছে । শুনলাম তিনজন পরিচালককে নাকি দায়িত্ব দেয়া হয়েছে লিস্ট তৈরি করার জন্য, কে কে এখন সরকার বিরোধী কথা বলছে? ন্যায়ের পক্ষে আর অন্যায়ের বিরুদ্ধে কথা বললেই সরকার বিরোধী তাই না ? বাহ্ দেশটাকে তাইলে ৭১ এই নিয়ে গেলেন আপনারা , ঐযে শান্তি কমিটিকে দায়িত্ব দেয়া হইছিলো না এলাকায় এলাকায় লিস্ট তৈরী করার, কারা পাকিস্তান বিরোধী কথা বলে, কারা সরকার বিরোধী? যাক আমার হাতে কোন দালিলিক প্রমাণ নেই তাই নামগুলা সবার উদ্দেশ্যে দিতে পারছিনা।’
নির্মাতা অত্যন্ত ক্ষো’ভের সাথে আর লেখেন, ‘ এই সবের প্রমান সাধারণত থাকেনা, যদিও ওই লিস্টে একজন মুক্তি’যো’দ্ধা পরিচালকের নামও দেখলাম। বুকটা তখন খান খান হয়ে গেলো, এগুলা হবে জানতাম কিন্তু নিজের সমিতিতে হবে সেটা কল্পনাতে ও ভাবতে পারিনাই। শুনেন আমার নামটা দয়া করে ১ নম্বরে দিবেন আপনাদের লিস্ট এ আর বলবেন কোন দল নয়, নেতা/ নেত্রীর পক্ষে নয়, আমি বাংলাদেশের পক্ষে ছিলাম ও আছি যতদিন প্রাণ আছে। যেই পরিচালক সমিতির সম্মানিত সদস্য ছিল প্রয়াত জহির রায়হান, খান আতাউর রহমান এবং আমজাদ হোসাইন এর মতো কালজয়ী, প্রতিভাবান, দুর্বার সাহসী মানুষেরা সেই সমিতির দেশের আপামর ছা’ত্রসমাজের নায্য দাবি আদায়ের আ’ন্দো’ল’ন ও নি’র্বি’চার হ’ত্যা’কা’ণ্ডে নির্বাক দায়সারা অবস্থান আমাকে লজ্জিত, ব্যাথিত এবং চরমভাবে হতাশ করে। আমি ওই প্রয়াত সাহসী মানুষগুলার চেতনাকে আর সাহসকে বুকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চাই, লড়াই করে যেতে চাই। এতে পথ যদি আমার একার হয় তবে একাই সঠিক।’
সব শেষে নির্মাতা ও অভিনেতা স্পষ্ট জানিয়ে দেন, ‘আমি খিজির হায়াত খান বাংলাদেশ পরিচালক সমিতি থেকে আজ আমার সদস্যপদ প্রত্যাহার করে নিতে চাই। যদি কোনদিন অনুভব করি আমরা আমাদের হারানো সন্মান আর সাহস ফিরে পেয়েছি তাহলে ফিরে আসবো নাইলে এই সমিতিতে এক পাও এই জীবনে আর ফেলবোনা। এটাই আপনাদের প্রতি আমার ক্ষুদ্র প্রতিবাদ একজন চলচ্চিত্র পরিচালক এবং শিল্পী হিসাবে। আমার বন্ধু ও ভাই যারা ওখানে আছেন আপনাদের জন্য সমবেদনা আর ভালোবাসা থাকলো’