২০২৩ সালে মুক্তি প্রাপ্ত মনোজ বাজপেয়ী অভিনীত ‘জোরাম’ ছবিটি মন জয় করেছিল দর্শকদের। কিন্তু ছবিটিই নাকি কাল হয়েছিল নির্মাতা দেবাশীষ মাখিজা। পরিচালকের অভিযোগ, ছবিটি নাকি পথে বসিয়েছিল তাকে।
একটি সাক্ষাৎকারে দেবাশীষ জানিয়েছিলেন, ‘আমার নির্মিত সিনেমা গুলো দর্শকপ্রিয় হলেও ব্যবসা সফল হয়না মোটেও। আমি ‘আজি’ এবং ‘জোরাম’থেকে লাভ দূরে থাক, সিনেমার খরচটাও তুলতে পারিনি। উল্টো দেউলিয়া হয়ে গেছি। পাঁচ মাসের বাড়ি ভাড়া বকেয়া রেখেছি, একটা কটি সাইকেল কেনার টাকাও নেই! রীতিমত বাড়ির মালিকের হাতে পায়ে ধরে মাথা গোঁজার ঠাঁইটুকু বাঁচিয়ে রেখেছি। আর এই মূল্যটাই আপনাকেও দিতে হবে, যদি আপনি শিল্পকে অগ্রাধিকার দিতে চান।‘
নির্মাতা আরও বলেন, ‘আমার হাতে ২০টি চিত্রনাট্য পড়ে আছে। কিন্তু কোনো প্রযোজক সেগুলোতে বিনিয়োগ করতে ইচ্ছুক নন। আমি এখন বুঝতে পারছি, শিল্প ও বাণিজ্যের মধ্যে ভারসাম্য রাখাটা কত জরুরি। এটি বুঝতে অবশ্য এরই মধ্যে অনেক দেরি হয়ে গেছে আমার!’
উল্লেখ্য, ২০১৮ সালে মুক্তি প্রাপ্ত ‘ভোঁসলে’ও ২০২৩ সালে মুক্তি প্রাপ্ত ‘জোরাম’বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছিলো।