২৮ মে মুক্তি পেয়েছে দর্শকপ্রিয় ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’-এর তৃতীয় কিস্তি। মুক্তির পর থেকেই ট্রেন্ড করছে এটি। তৃতীয় সিজন নিয়ে দর্শকদের উন্মাদনার মাঝেই ভক্তদের জন্য এলো সুখবর!
বলিউড লাইফ ডটকমের তথ্যানুযায়ী, আরও দুটি সিজন নিয়ে হাজির হবেন ‘পঞ্চায়েত’ সিরিজের পরিচালক চন্দন কুমার ও দীপক কুমার মিশ্র। জনপ্রিয়তার বিষয় ও দর্শকদের কথা মাথায় রেখেই পরবর্তী সিজনের ঘোষণা দিলেন পরিচালক।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে পরবর্তী সিজন নিয়ে দীপককে প্রশ্ন করা হলে তিনি উত্তরে বলেন, ‘ইতিমধ্যে কয়েকটি পর্ব লেখাও হয়ে গেছে।‘ শুধু তাই নয়, ‘পঞ্চায়েত’-এর চতুর্থ সিজনের পর পঞ্চম সিজনও আসবে। কেননা, পরিচালক বলেছেন, সিরিজটির পঞ্চম কিস্তির কথাও ভাবছেন তারা।
প্রসঙ্গত, ‘পঞ্চায়েত’ শুরু করেছিল ২০২০ সালে। প্রথমে এটি টিভিএফ ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হলেও দ্বিতীয় সিজন থেকেই এর সঙ্গে যুক্ত হয়েছে অ্যামাজন। এরপর তৃতীয় সিজনও মুক্তি পায় অ্যামাজন প্রাইম ভিডিওতে।
এ সিরিজের অন্যতম চরিত্র ‘অভিষেক ত্রিপাঠী’, যার ভূমিকায় দেখা যায় জিতেন্দ্র কুমারকে। এছাড়াও এতে আরও আছেন নীনা গুপ্তা ও রাঘুভীর যাদবদের মত অভিনয়শিল্পীরা।