করণ জোহরের সাথে কঙ্গনা রানাউতের সেই জ্বলন্ত উত্তপ্ত আলাপ মনে আছে? ‘কফি উইথ করণ’-এর মঞ্চে বসে সরাসরি করণকে নেপোটিজমের প্রায় ‘উদ্যোক্তা বা কারিগরই যেন বলে দিলেন কঙ্গনা!
কারণ তো অবশ্যই আছে। করণের হাত ধরেই আলিয়া ভাট বা অনন্যা পান্ডে এসেছেন বলিউডে। এমনটাই অভিযোগ যেন তার!
অল্প করে বলিউডের এমনই সব নেপো-কাণ্ডের গল্প নিয়ে কথা বলতে চিত্রালীর স্পেশাল এপিসোড নিয়ে হাজির বর্ষা।
