‘প্রেমের নাটক’ দিয়ে নিজের কমেডি শিকড়ে ফিরলেন পরিচালক নুহাশ হুমায়ুন। যা ১৮ সেপ্টেম্বর এয়ারটেল বাজ-এর ইউটিউব চ্যানেলে রিলিজ পেয়েছে।
এয়ারটেল প্রযোজিত এই প্রজেক্টটিতে ‘হিরো’ চরিত্রে ইয়াশ রোহান, ‘আখতারুজ্জামান প্রেম’ চরিত্রে মোরশেদ মিশু, ‘জারা’ চরিত্রে মুমতাহিনা মেহজাবিন, ‘নাদিয়া’ চরিত্রে সাবা চৌধুরী এবং ‘আরিক’ চরিত্রে রাঘীব মোয়াজ্জেম অভিনয় করেছেন।
‘৭০০ টাকা’ নাটক খ্যাত নির্মাতা নুহাশ ১৭ সেপ্টেম্বর তার অফিশিয়াল ফেসবুক হ্যান্ডেল থেকে এয়ারটেল বাজ পেইজের ‘প্রেমের নাটক’ নিয়ে একটি পোস্ট শেয়ার করেন। তিনি ক্যাপশনে ইংরেজিতে লিখেন, “সামান্য কিছু বানিয়েছি।” পাশাপাশি ১৮ সেপ্টেম্বর যে এটি মুক্তি পাচ্ছে, এই ব্যাপারটিও জানান তিনি।
নুহাশের নতুন এই প্রজেক্ট নিয়ে জানা যায়, রোমান্টিক কমেডি ঘরানার অন্বেষণ থেকে এই নতুন কাজ নিয়ে এসেছেন তিনি। তার কাজে দর্শকরা শক্তি এবং তারুণ্যের স্পন্দন খুঁজে পাবেন। পাশাপাশি দর্শকরা এটি পছন্দ করবেন বলেও আশা প্রকাশ করেছেন এই নির্মাতা।