ব্যক্তিগত জীবনের কারণে খবরের হেডলাইনে সবসময়ই থাকে অভিনেতা শরিফুল রাজের নাম। কিন্তু দীর্ঘদিন থেকে তাকে দেখা যায়নি নতুন কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হতে। অবশেষে এক বছরেরও বেশি সময়ের এই খরা কাটিয়ে আরেক রাজের সিনেমায় চুক্তিবদ্ধ হলেন নায়ক রাজ।
সিনেমার নাম- ‘ওমর’। যার নির্মাতা- মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।
পরিচালক রাজও প্রায় পাঁচ বছরের বিরতির পর কাজ শুরু করতে যাচ্ছেন তার নতুন সিনেমায়। অনেক দিন আগেই ঘোষণা এসেছিল ‘ওমর’ সিনেমার। তবে এই ছবির মূল চরিত্রে অভিনয় করবেন কে, এই বিষয়ে জানা যায়নি। এবার সেই খোলাসাই হলো।
১৬ সেপ্টেম্বর নির্মাতা রাজ জানান, সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করবেন চিত্রনায়ক শরিফুল রাজ। নিজের নামের সাথে মিলে যায় এমন নায়ককেই যে নির্বাচন করা হয়েছে, এই বিষয় জানিয়ে এই নির্মাতা তার অফিশিয়াল ফেসবুক পেইজ থেকে একটি পোস্ট শেয়ার করে জানান, “‘ওমর’ সিনেমার নাম ভূমিকায় যাকে নির্বাচন করেছি তার সাথে আমার নামের মিল আছে। আমি রাজ, সে-ও রাজ। শরিফুল রাজ। ‘ওমর’ সিনেমার ওমর হয়ে দর্শকদের সামনে আসবেন রাজ।”
পাশাপাশি নায়ক রাজকে পেয়ে নির্মাতা রাজ অভিনেতার প্রশংসা করে উচ্ছ্বাস প্রকাশ করে লিখেন, “আমার নতুন সিনেমার নাম ভূমিকায় তাকে পেয়ে আমি খুশি। সেই সঙ্গে অনেক আশাবাদী। রাজের অভিনয় নৈপুণ্য নিয়ে আলাদাভাবে বলার কিছু নেই।”
তিনি আরও জানান, “আমাদের সঙ্গে আছে আরেক রাজ। তিনি হলেন চিত্রগ্রাহক রাজু রাজ। আমরা তিন রাজ একসাথে আসছি।” অর্থাৎ, তিনজন রাজের অংশগ্রহণে তৈরি করা হবে ‘ওমর’ সিনেমা। একই পোস্টে এই নির্মাতা শেয়ার করেছেন অভিনয়শিল্পীদের সাথে চুক্তিবদ্ধ হওয়ার কয়েকটি স্থিরচিত্র।
নায়ক রাজের সাথে এই ছবিতে আরও অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু ও নাসির উদ্দিন খান। জানা গেছে, এই বছরই সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছেন নির্মাতা ও সংশ্লিষ্টরা। কুমিল্লা, সিলেট, মানিকগঞ্জ ও কক্সবাজারসহ দেশের আরও কয়েকটি স্থানে চলবে ‘ওমর’ সিনেমার কাজ।