সিনেমার ক্যারিয়ারে মন্দা যাচ্ছে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের। তার একের পর এক সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার পর কঙ্গনা কি চিন্তা করছেন রাজনীতির ময়দানে পা রাখার? এমন ইঙ্গিত পাওয়া গেলো স্বয়ং অভিনেত্রীর কাছ থেকেই।
সম্প্রতি কঙ্গনা দর্শন করেন শ্রীকৃষ্ণের বিখ্যাত দ্বারকাধীশ মন্দির। সেখানে তার কথা হয় পাপারাজ্জিদের সাথে। অভিনেত্রীকে একজন জিজ্ঞেস করেন, “তিনি লোকসভা ভোটে দাঁড়াবেন কি না?” উত্তরে কঙ্গনা বলেন, “শ্রী কৃষ্ণ কি কৃপা রহি তো লড়েঙ্গে।” কথাটির বাংলা অর্থ দাঁড়ায়, “শ্রী কৃষ্ণের কৃপা থাকলে লড়বো।”
প্রায় সময়ই সনাতন ধর্মের প্রশংসা শোনা যায় কঙ্গনার মুখে। তিনি বলেন, “বিজেপি সরকারের প্রচেষ্টায়, আমরা ভারতীয়রা ৬০০ বছরের সংগ্রামের পরে এই দিনটি দেখতে পাচ্ছি। আমরা উদযাপনের সঙ্গে মন্দিরটি প্রতিষ্ঠা করব। সারাবিশ্বে সনাতন ধর্মের পতাকা উত্তোলন করা উচিত।” সব মিলিয়ে অভিনেত্রীর রাজনীতিতে যোগ দেওয়ার ব্যাপারটি দিন দিন বেশ স্পষ্টভাবেই উঠে আসছে।
উল্লেখ্য, ‘পাঙ্গা’, ‘থালাইভি’, ‘ধকড়’ ও ‘তেজস’ শীর্ষক কঙ্গনার পরপর কয়েকটি ছবি বক্স অফিসে সাড়া ফেলতে অক্ষম হয়েছে। সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘তেজস’-এর ৮ দিনে আয় ছিল মাত্র ৫ দশমিক ৬০ কোটি রুপি। এখন কঙ্গনার ভক্তরা অপেক্ষা করছেন তার পরবর্তী ছবি ‘ইমার্জেন্সি’ মুক্তির জন্য।