জীবনের নতুন বাঁকে এসে উপস্থিত তরুণ অভিনেতা পার্থ শেখ। একসময় ইচ্ছা ছিল ক্রিকেটার হবেন। খেলতে গিয়ে হঠাৎ স্পাইনাল কর্ডের ইনজুরি ক্রিকেট থেকে দূরে সরিয়ে দেয় পার্থকে। মানসিকভাবে অনেক ভেঙে পড়েন। তার দুই বছর পর ২০১৭ সালে দুই বন্ধুর সঙ্গে অডিশন দেখতে গিয়ে অমিতাভ রেজার বিজ্ঞাপনে নাম লেখান। সেই থেকে শুরু নতুন জীবনের নতুন অভিজ্ঞতা।
২০২১ সালে সৈয়দ আহমেদ শাওকীর ‘কারাগার’ ওয়েব সিরিজে প্রথম সবার নজরে আসেন পার্থ। এটাই তার ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ চমক এনে দেয়। একে একে পরে ওয়েব সিরিজ ‘অদৃশ্য’, ‘বাজি’, ‘ফ্রেঞ্জি’সহ বেশ কিছু ওটিটির কাজ করে নিজেকে একটা অবস্থানে নিয়ে আসেন।
এক মাস আগেই সোহেল রাজ পরিচালিত ‘নিরুদ্দেশ’ নাটক দিয়ে বেশ আলোচনায় আসেন। রোমান্টিক এই নাটকে পার্থর সহশিল্পী ছিলেন আইশা খান। ভালোবেসে আঘাত পায় এক তরুণ। একসময় ভালোবাসা তার জীবন থেকে নিরুদ্দেশ হয়ে যায়। মানসিক ভারসাম্যহীন হয়ে যায় তরুণটি। এই গল্পটি পছন্দ করেছেন অনেকে। পার্থ শেখ ও আইশা খানের জুটিও দর্শকের বেশ পছন্দ।
এদিকে, বাস্তব জীবনে কখনো নিরুদ্দেশ হতে চেয়েছিলেন কিনা সাক্ষাৎকারকালীন এমন প্রশ্নে এই অভিনেতা গণমাধ্যমকে বলেন, ‘একসময় নিরুদ্দেশ হতে মন চাইত। অনেক দূরে চলে যেতে চাইতাম। তখন আমি অনেক ফ্রাস্ট্রেশনে ছিলাম। এখন মনে হয় অভিনয় নিয়ে ভালো আছি। দর্শকদের ভালোবাসা নিয়েই থাকতে চাই’।
আসন্ন ঈদে বেশ কিছু নাটকে দেখা যাবে পার্থকে । মুক্তির অপেক্ষায় রয়েছে বিঞ্জের ‘নয়া নোট’ও।