Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, নভেম্বর ২৫, ২০২৪

নিয়মভঙ্গে ফিপ্রেসির নিষেধাজ্ঞায় বাংলাদেশ

ছবি: ডিআইএফএফ

২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জুরিবোর্ড গঠনে অনিয়ম প্রমাণিত হওয়ায় তিন মাসের জন্য ইন্টারন্যাশনাল ফিল্ম ক্রিটিকস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশকে নিষিদ্ধ করেছে চলচ্চিত্র সমালোচকদের আন্তর্জাতিক সংস্থা ফিপ্রেসি।

১৭ ফেব্রুয়ারি একটি গণমাধ্যমে ‘বিধি ভেঙে জুরিবোর্ড গঠন, আয়োজকের হাতে পুরস্কার’ শিরোনামে সংবাদ প্রকাশের পর বিষয়টি নিয়ে তদন্ত করেন ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম ক্রিটিকস (ফিপ্রেসি) টিম। পরে অভ্যন্তরীণ তদন্তে বিধিমালা, আইন ও নিয়ম লঙ্ঘনের সত্যতা পেয়ে নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নেয় ফিপ্রেসি।

ফিপ্রেসির সভাপতি আহমেদ শাওকি এক বিবৃতিতে, ফিল্ম ফেস্টিভ্যালের প্যানোরামা বিভাগের অন্যতম বিচারক মফিদুল হক ও ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সভাপতি আহমেদ মুজতবা জামালকে জানিয়েছেন, ‘উৎসবের জন্য কাজ করেন, এমন একজন নির্মাতার সিনেমা প্রতিযোগিতা বিভাগের জন্য নির্বাচন করা হয়েছে। উৎসব কর্তৃপক্ষের অবশ্যই নিজস্ব লাইনআপ তৈরির পূর্ণ অধিকার রয়েছে, তবে ফিপ্রেসি অ্যাওয়ার্ডের তালিকা থেকে সিনেমাটিকে বাদ দেওয়া উচিত ছিল।’

জুরি কমিটি গঠনে ফিপ্রেসির বিধিমালার ১০ নম্বর ধারা লঙ্ঘন করা হয়েছে। এ ধরনের কাজ ভবিষ্যতে হবে না মর্মে বাংলাদেশ বিভাগ এবং উৎসব কর্তৃপক্ষকে লিখিত অঙ্গীকারনামা জমা দিতেও বলেছে ফ্রিপেসি।

উল্লেখ্য, ২০ জানুয়ারি থেকে শুরু হয়ে ৯ দিনব্যাপী ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২২তম আসর শেষ হয় ২৮ জানুয়ারি। এখানে বিভিন্ন সেকশনে বাংলাদেশসহ ৭৪টি দেশের ২৫২টি চলচ্চিত্র দেখানো হয়।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

নুহাশের সিনেমার জন্য বরাদ্দকৃত অর্থ বাতিল!

নির্মাতা নুহাশ হুমায়ূনের ‘মুভিং বাংলাদেশ’ সিনেমার জন্য তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয় ঘোষিত ৫০ লাখ টাকার…

প্রথমবারের সৌদি আরব ভ্রমণের অনুভূতি জানালেন জেমস

২০ নভেম্বর থেকে চলমান চারদিনব্যাপী রিয়াদে আয়োজিত গ্লোবাল হারমনির বাংলাদেশ উৎসবের তৃতীয় দিন, শুক্রবার প্রবাসী…
Exit mobile version