Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, জুন ২৮, ২০২৪
Your Image

নিপুণের সভাপতি হলেন যিনি

নিপুণ ও মাহমুদ কলি । ছবি: ফেসবুক

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচনের জন্য অবশেষে সভাপতি খুঁজে পেয়েছেন অভিনেত্রী নিপুণ। নানা গুঞ্জনের অবসান ঘটিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন এই চিত্রনায়িকা।

নিপুণের প্যানেলের সভাপতি হচ্ছেন ঢাকাই সিনেমার সোনালি দিনের দর্শকপ্রিয় নায়ক মাহমুদ কলি। এর আগেও মাহমুদ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দুইবার সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। বিষয়টি নিয়ে তিনি জানান, ‘এর আগেও আমি শিল্পী সমিতির নির্বাচন করে বিজয়ী হয়ে দায়িত্ব পালন করেছি। এবারও নির্বাচনে অংশগ্রহণ করছি। সভাপতি পদে নির্বাচন করবো।’

১৭ মার্চ সন্ধ্যায় এফডিসিতে সংবাদ সম্মেলনে নিপুণ নিজেই সভাপতির নাম ঘোষণা করেন। এসময় মাহমুদ অভিনেত্রীর পাশেই ছিলেন।

নিপুণ জানান, ‘আমি সবসময় চেয়েছি, যারা আগে শিল্পী সমিতির পদগুলোতে ছিলেন, তারা যেন ফিরে আসেন। সেই ভাবনা থেকেই গত আসরে ইলিয়াস কাঞ্চন সাহেবকে নিয়ে নির্বাচন করেছি। ওনার সঙ্গে আমি দুই বছর কাজ করেছি। তো এবারও চাচ্ছিলাম এমন কাউকে আনি, যিনি সংগঠনটি সম্পর্কে জানেন, বোঝেন এবং এই সংগঠন যাদের হাত ধরে এই পর্যায়ে এসেছে।’ এরপর অভিনেত্রী যোগ করেন, ‘মাহমুদ কলি সাহেব তেমনই একজন। তাই আশা করছি তার সঙ্গে আমার মেলবন্ধনে ভালো কিছু হবে।’

জানা গেছে, এখন পুরোদস্তুর ব্যবসায়ী মাহমুদ কলি। পারিবারিকভাবেই ব্যবসা ছিল তাদের। ঐ ব্যবসার সঙ্গে নিজস্ব ব্যবসা যোগ করে ব্যবসা নিয়েই দিন কাটে তার।

উল্লেখ্য যে, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে ২৭ এপ্রিল। এবারের নির্বাচনে প্রধান কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন প্রযোজক খোরশেদ আলম খসরু।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পশ্চিমবঙ্গে অ্যাকশন ছবির চেয়ে পারিবারিক ছবি বেশি চলেছে- পরমব্রত চট্টোপাধ্যায়

‘পশ্চিমবঙ্গে অ্যাকশন ছবির চেয়ে পারিবারিক ছবি বেশি চলেছে’- ‘আজব কারখানা’ চলচ্চিত্রের…
0
Share