Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, সেপ্টেম্বর ২০, ২০২৪
Your Image

নিজের হাতই চিনতে পারছেন না অভিনেত্রী

জাহারা মিতু । ছবি: ফেসবুক

ভয়াবহ বন্যার কবলে যখন বাংলাদেশ, তখন মানবতার ডাকে সাড়া দিয়েছেন শোবিজের অনেক তারকারাই। যে যার মত সাহায্যের হাত বাড়িয়েছেন শিল্পীরা। বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানো এমনই একজন হলেন অভিনেত্রী ও উপস্থাপিকা জাহারা মিতু। বন্যা কবলিত এলাকায় কাজ করে এখন নিজের হাতই চিনতে পারছেন না তিনি!

বন্যার্তদের উদ্ধার থেকে শুরু করে ত্রাণ বিতরণ, সকল কাজেই সশরীরে অংশগ্রহণ করার চেষ্টা করেছেন মিতু। কয়েকজনকে নিয়ে প্রথমে দল গঠন করেন তিনি। এরপর দুর্গত এলাকাগুলোতে তিনি কাজ শুরু করেন।

বিগত কয়েকদিনের পরিশ্রম নিয়ে মিতু কথা বলেছেন তার অফিশিয়াল ফেসবুক হ্যান্ডেল থেকে পোস্ট করা একটি স্ট্যাটাসে। পোস্টে অভিনেত্রী লিখেছেন, ‘কাজ করতে করতে দুই হাতের যে অবস্থা হয়েছে, নিজের হাত নিজেই চিনতে পারছি না। তবুও এটাই সবচেয়ে শান্তির জায়গা। লাগলে আরও কাজ করবো, হোক বাজে অবস্থা আরও।’

জাহারা মিতু | ছবি: গুগল

এ পোস্টটি করার আগেও বন্যাকেন্দ্রিক জনসচেতনতায় বিভিন্ন পোস্ট করতে দেখা গেছে মিতুকে। বন্যা কবলিত এলাকাতে ত্রাণ পৌঁছানো থেকে শুরু করে বন্যার্তদের উদ্ধারে হেলিকপ্টারের ব্যবস্থা করে দেয়া পর্যন্ত, মানুষের পাশে দাঁড়াতে নিজের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।

কিছুদিন আগে সাবেক আওয়ামী লীগ সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রসঙ্গে আলোচনায় এসেছিলেন জাহারা মিতু। ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ বিজয়ী এ অভিনেত্রী ২০২৩ সালের অমর একুশে বইমেলায় প্রকাশ করেছিলেন তার প্রথম বই। সেই বইটি প্রকাশ করতে তিনি অনুপ্রেরণা পেয়েছিলেন ওবায়দুল কাদের থেকে। এমন কথা বলে অভিনেত্রীর দেয়া আগের একটি সাক্ষাৎকার সাবেক সরকার পতনের পর আবারও ভাইরাল হলে মিতুকে নিয়ে আলোচনা শুরু হয়েছিল।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

নায়ক হিসেবে দেবকে চান চয়নিকা চৌধুরী

নিজের নতুন সিনেমা ‘সখা সোলমেট’-এর জন্য নায়ক হিসেবে ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা দেবকে নেওয়ার ইচ্ছা প্রকাশ…

‘অভিনয়শিল্পী সংঘ’ নিয়ে যা বললেন সভাপতি নাসিম

১৮ সেপ্টেম্বর রাজধানীর একটি কনভেনশন হলে অভিনয়শিল্পী সংঘের বিশেষ সাধারণ সভায় ‘অন্তর্বর্তীকালীন সংস্কার কমিটি’…

প্রেক্ষাগৃহে জাংকুকের ‘আই এম স্টিল’ 

জনপ্রিয় কোরিয়ান কে-পপ ব্যান্ড, বিটিএসের অন্যতম জনপ্রিয় তারকা জিয়ন জাংকুক। বয়সে সবচেয়ে ছোট হলেও বলা যায়,…
0
Share