পরিচালক গিয়াস উদ্দিন সেলিম নিজের সময়কে একেবারে বিক্রি করে দিতে চান। কেন এই কথা বললেন তিনি এই নিয়ে আলোচনা হতেই পারে।
প্রসঙ্গ ছিল সিনেমা বানানো নিয়ে, সিনেমার ব্যবসা ও সার্বিক টানাপড়েন নিয়ে। চলচ্চিত্রের লক্ষ্য নিয়ে আয়োজিত এক সেমিনারে মনপুরা-পরিচালক সেলিম জানান তার মতো যারা সিনেমা করেই জীবিকা নির্বাহ করে যাচ্ছেন, তাদের কথা।
তিনি তার বক্তব্যে বলেন, ‘একসাথে অনেক কাজ করা আর একসাথে একটা কাজই করা, এর মাঝে বিস্তর পার্থক্য রয়েছে। যখন কেউ একসাথে অনেকগুলো কাজ করেন, কোনও কাজেই হয়তো তার শতভাগ দিতে পারেননা। বরং তার মনোযোগ বিনষ্ট হয়।’
কথার রেশ ধরে তিনি আরও যোগ করেন, সিনেমা একটি অধ্যাবসায়ের মতো বিষয়। কাজের ধরনের উপর এর ফলাফল নির্ভর করে। তাই পরিচালক থেকে অভিনয় শিল্পী – সকলের পারফরম্যান্সই এর সাথে উঠানামা করে।
সেলিম বলেন, ‘সবচেয়ে ভালো হয়, কোনও একটি কাজ করার কথা ঠিক হয়ে গেলে সেই পরিচালক সহ ইউনিটকে একটি নির্দিষ্ট সময়ের জন্য কিনে নেওয়া। মানে তার সময় কিনে নেওয়া। হতে পারে তা ছয় মাস, বা দুই বছর কিন্তু এই কিনে নেওয়ার কারণে ঐ শিল্পীর মানসিক শান্তি হয়। এবং ঐ সময়টা শুধু তিনি কাজ নিয়েই ভাবেন। তার খাওয়া পরা নিয়ে ভাবতে হয়না।’
সেলিম বলিউড ও হলিউডের উদাহরণ টেনে বলেন, একারণেই তাদের প্রডাকশন কোয়ালিটি হয়তো অনুকরণীয়। তাই কোনও সিনেমার আলাপ চলাকালে প্রযোজকের কাছে তিনি এরপর থেকে সময় বিক্রি করার পরামর্শ দিয়েছেন। পরিচালক হিসেবে তিনি এই মন্তব্য করেন।