‘সাইয়ারা’ সিনেমা এসে বলিউডে বক্স অফিসে ঝড় বইয়ে দিয়েছে। সেই সঙ্গে তুমুল আলোচনায় এই ছবির নায়ক আহান পান্ডে ও নায়িকা অনীত পাড্ডা। তাদের নিয়ে চলছে তুমুল আলোচনা।
শোনা যাচ্ছে অনীত বলিউডের গৎবাঁধা অভিনেত্রীদের তুলনায় অনেকটা আলাদা। একই ধরনের মুখের ভিড়ে অনীত অন্যরকম, মত দর্শকদের। কাজল কালো চোখ, গোলাপি গাল, থাক থাক চুল, ঘন ভ্রু। তেমনই ঘন আঁখিপল্লবে বহু পুরুষের হৃদয়ে ঝড় তুলেছেন অনীত।
কিন্তু বছর দশেক আগে নিজেই নিজের ভ্রু উপড়ে ফেলেন অনীত। এই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমার মনে আছে, আমাদের স্কুলের বার্ষিক অনুষ্ঠান চলছিল। এবং কোনো এক অদ্ভুত কারণে বাড়ি ফিরে এসে আমি আমার মুখের সমস্ত মেকআপ মুছতে শুরু করি। তখন আমি আমার উভয় ভ্রু কামিয়ে ফেলার এবং আটটি চোখের পাতা উপড়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছিলাম।
তারপর আমার মা বাড়িতে এসে বলেন, এ বার তুমি স্কুলে যাবে কিভাবে? চিন্তায় পড়ে যাই। কিন্তু আমি মনে করি, আমি হয়তো জানতাম এটাই নতুন যুগের ধারা। এবং দশ বছর পরে, লোকেরা এখন আসলেই তাদের ভ্রু কামিয়ে ফেলছে, তাই হয়তো আমি সেই সময়ে কিছু একটা করতে চেয়েছিলাম।’
বলিউডে আসার আগে অনিত ‘বিগ গার্ল ডোন্ট ক্রাই’ সিরিজে অভিনয় করে নজরে আসেন।