কাজী হায়াৎ দেশের বিখ্যাত অভিনেতা ও নির্মাতা। ১৯৭৪ সালে পরিচালক মমতাজ আলীর সঙ্গে সহকারী পরিচালক হিসাবে কাজ শুরু করেন। বিখ্যাত চলচ্চিত্রকার আলমগীর কবিরের সীমানা পেরিয়ে সিনেমায়ও ছিলেন সহকারী পরিচালক। তবে এতো বিখ্যাত হওয়া সত্ত্বেও করেন সাধারণ জীবন যাপন।
সম্প্রতি একটি ভিডিওতে এই অভিনেতা ও নির্মাতাকে দেখা গেল কারওয়ান বাজারে কাঁচাবাজার করছেন। বাজার শেষে তিনি মুটেকে দিয়ে জিনিসপত্র নিয়ে হেঁটে হেঁটে রওনা দেন। এই ভিডিওটি সামাজিক মাধ্যমে বেশ ছড়িয়ে পড়ে। নির্মাতাকে এভাবে বাজার করতে দেখে নেটিজেনরা বিস্মিত হয়েছেন। তারা বলছেন, স্যার এভাবে আপনি নিজেই বাজার করেন? এমন বিস্ময়কর সব প্রশ্নের দেখে মেলে ওই ভিডিওর মন্তব্যের ঘরে।
কেউ আবার স্যালুট জানিয়ে বলছেন,’ আপনি সত্যি বড় মানুষ। নিরহংকার।“
১৯৭৯ সালে কাজী হায়াৎ নির্মাণ করেন তার প্রথম সিনেমা ‘দি ফাদার’। এরপর একের পর এক সুপারহিট সিনেমা নির্মাণ করেন। ১৯৯৪ সালে ‘দেশপ্রেমিক’ ও ২০০২ সালে ‘ইতিহাস’ সিনেমার জন্য শ্রেষ্ঠ পরিচালক ও শ্রেষ্ঠ চিত্রনাট্যকার হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। তার নির্মিত সর্বশেষ সিনেমা ‘বীর’ ২০২০ সালে মুক্তি পায়।
চলচ্চিত্রে অনন্য অবদানের স্বীকৃতি হিসাবে কাজী হায়াৎ জাতীয় ও আন্তর্জাতিক মিলিয়ে মোট ৭৩টি পুরস্কার অর্জন করেছেন।
কাজী হায়াতের ছেলে কাজী মারুফও একজন অভিনেতা। ২০০২ সালে ‘ইতিহাস’ ছবি দিয়ে রূপালি পর্দায় অভিষেক হয়েছিল মারুফের। প্রথম ছবিতেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নেন। তবে এখন অভিনয়ে প্রায় নেই বললেই চলে।